Bhojpuri: সুপারহিট গানে অক্ষরার সাথে রোমান্স করলেন খেসারি লাল যাদব, ভাইরাল ভিডিও

Bhojpuri: বর্তমান সময় মানুষের বিনোদনের রসদ যোগানোর অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। মানুষকে আর আগেকার দিনের মতো রেডিও বা টিভির উপর নির্ভর করে থাকতে হয় না। মুঠো ফোনেই মেলে ভুরি ভুরি বিনোদন। ইউটিউব মধ্যমে এমন বহু চ্যানেল রয়েছে যেখানে নিয়মিত বিভিন্ন ধরনের বিনোদনমূলক কন্টেন দেখা যায়। যার মধ্যে অন্যতম ভোজপুরি মিউজিক ভিডিও। আজ তেমনি এক ভোজপুরি ভিডিওর কথা জানাবো। জা এতিমধ্যই ভাইরাল নেট দুনিয়ায়।

ভোজপুরি ইন্ড্রাস্ট্রির একজন যেনপ্রিয় অভিনেতা হলেন খেসারি লাল যাদব। বহু ভোজপুরি মিউজিক ভিডিওতে কাজ করেছেন এই অভিনেতা। নেট দুনিয়াতে একটি ভোজপুরি ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে খেসারি লাল যাদব অক্ষরা সিংয়ের সাথে অন্তরঙ্গ কায়দায় উদ্দাম রোম্যান্স করেছেন। ‘সুনা এ রাজা জি সুহাগ ওয়ালি রাতিয়া’ গানের তালে অসাধারণ পারফরম্যান্স করতে দেখা গেছে এই জুটিকে। গানটি ‘বলমা বিহারওয়ালা’ সুপারহিট ছবির। আর এই গানটিতে তারকা জুটির রোমান্টিক কেমিস্ট্রি দর্শকরা বেশ উপভোগ করেছেন সেকথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন,
*Viral: স্টেজ কাঁপানো পারফরমেন্স ৯০ বছরের বৃদ্ধা দিদিমার, হু হু করে ভাইরাল ভিডিও
*Video: চাঁদনিকে দেখে রোমান্টিক পবন সিং, ঘরের মধ্যে এমন কাজ করলেন

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক