ফের সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে হানা দিলেন ইডি আধিকারিকরা। তবে এবারের ছবিটি একটু আলাদা। আগেরবারের মতন ততটা অসাবধান নয় ইডি। এবার যেনো আরও প্রস্তুতি নিয়ে, নিরাপত্তাবাহিনী আঁটসাঁট হয়ে উপস্থিত হল সন্দেশখালিতে। গত ৫ই জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্তের জন্য সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে হাজির হন ইডির পাঁচ আধিকারিক। আর সেখানে গিয়ে হামলার মুখে পড়েন তারা৷ কার্যত প্রাণ হাতে করে পালিয়ে আসেন তারা৷ কিন্তু এবার যেনো একেবারে প্রস্তুত হয়ে গেলেন তারা।
সন্দেশখালিতে পৌঁছানোর আগে পুরোদস্তুর প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন ইডি আধিকারিকেরা। পৌঁছানোর আগে খবর দেওয়া হয়েছে জেলা পুলিশকে। শেখ শাহজাহানের বাড়ি ঘেরাও করে কেন্দ্রীয় বাহিনী। জওয়ানদের হাতে ছিল কাঁদানেগ্যাস। ন্যাজাট থানা থেকে পুলিশ মোতায়েন করা হয়। শাহজাহানের বাড়ির মূল দরজার সামনে জেলা পুলিশ মোতায়েন ছিল। ২৫টি গাড়িতে করে ১২৫ জনের বেশি কেন্দ্রীয় বাহিনী নিয়ে বুধবার সকাল সাতটায় শেখ শাহজাহানের বাড়িতে হাজির হন ইডি আধিকারিকরা।
আরও পড়ুন,
*‘বিগ বস্’-এর ঘরে এত দিন স্ত্রীকে শাসিয়েছেন, এ বার ভিকি ক্ষমা চাইলেন অঙ্কিতার কাছে
*রামলালার সোনার মুকুট ১১ কোটির! অম্বানী নন, দান করলেন গুজরাতের অন্য এক শিল্পপতি
শেখ শাহজাহানের বাড়ি পৌঁছোলে জেলা পুলিশ তল্লাশির পরোয়ানা দেখতে চায় এবং তারপর সহযোগিতার আশ্বাস পাওয়া যায়। এদিনও শেখ শাহজাহানের বাড়িতে তালা ঝুলছিল। দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পর বাড়ির ভিতর থেকে একজন বেরিয়ে আসেন। তাকে তালা খুলতে বলা হলে তিনি জানান তার কাছে চাবি নেই
এরপর তালা ভেঙে সকাল পৌনে আটটা নাগাদ শেখ শাহজাহানের বাড়িতে ঢোকে ইডি। গোটা বিষয়টি ভিডিও করা হয়। ছয়জন ইডি আধিকারিক ও সঙ্গে তিনজন সাক্ষী আনা হয়। তার মধ্যে দু’জন স্থানীয় বাসিন্দা। তল্লাশির গোটা প্রক্রিয়া ভিডিও করে রাখা হবে বলে জানা যাচ্ছে। পুলিশ ভিডিও করতে চাইলে ইডির তরফে তা অনুমতি দেওয়া হয়নি
বরং ইডির তরফে জানানো হয়, তাদের করা ভিডিও পুলিশ নিতে পারবে। এদিন শেখ শাহজাহান বাড়িতে ছিলেন না। গত ৫ই জানুয়ারি ইডি আধিকারিকেরা তল্লাশি চালাতে আসেন শেখ শাহজাহানের বাড়ি। সেদিন তাদের প্রাণ হাতে করে ফিরে যেতে হয়েছিলো সন্দেশখালি থেকে। ঘটনার দুই সপ্তাহের বেশি পেরিয়ে গেলেও অধরা রয়েছেন শেখ শাহজাহান।
আরও পড়ুন,
*‘রাম সবার’! গোঁড়ামি কাটিয়ে কি নতুন রাজনৈতিক ভাষ্য নরেন্দ্র মোদীর?
*সুশান্ত সিং রাজপুতের নাম ভাঙিয়ে ‘বিগ বস্’ জেতার ফন্দি, প্রশ্নের মুখে পড়ে সত্য বললেন অঙ্কিতা