Viral Video: বাঘ যে একটি শিকারী প্রাণী তা আমরা সকলেই জানি। অনেকেই আছেন যারা জঙ্গলে গিয়ে বাঘ দেখেছেন। আবার এমনও অনেকই আছেন যারা সামনে থেকে না দেখলেও মুঠোফোন বা টিভিতে দেখেছেন। আগে পরে বাঘের শিকার করার কম বেশি ভিডিও দেখেছেন। তবে আজ আমরা এমন এক ভাইরাল ভিডিওর কথা বলবো যেখানে বাঘ একটি প্রাণীকে শিকার করতে ঘিয়ে এমন শিক্ষা পেয়ে সে হয়তো ভুলেও আর ঐ প্রাণীকে শিকার করতে যাবেন। একটু ভাবুন তো সে প্রাণীর নাম কী হতে পারে? আপনারা সকলেই চেনেন। হনুমান, এমন একটি প্রাণী যার সাথে পেরে ওঠা খুবই মুশকিল। তারই প্রমান মিলল সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও।
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে একাধিক ঘটনা রয়েছে যার মধ্যে একটিতে দেখা যাচ্ছে একটি বাঁদর গাছের মগডালে বসে আছে। তাকে দেখে লোভ সামলাতে না পেরে বহু কষ্টে ধীরে ধীরে গেছে ওঠে। বাঘের ওই কান্ড গাছের মগডালে বসে দেখতে থাকে বাঁদর। বঘ কাছাকাছি চলে এলে সে আরও সরু ডাল ধরে জুলে থাকে। অন্যদিকে লোভী বাঘ আর এক পা এগোতেই ধপাস করে নিচে পরে যায়। ভিডিও দেখলে হাঁসি আটকাতে পারবেন না।