বিয়ের আগেই প্রেগন্যান্ট, কেমন ছিল রণবীর-আলিয়ার প্ৰেম কাহিনী

Pregnant before marriage, how was Ranveer-Alia's love story?

বলিউডের জনপ্রিয় জুটি রনবীর কাপুর ও আলিয়া ভাট। দীর্ঘ ৫ বছর প্রেমের পর অবশেষে ২০২২ সালের ১৪ই এপ্রিল গাঁটছড়া বাঁধেন আলিয়া ও রনবীর। তাদের বিয়ে নিয়ে কম জল্পনা হয়নি। যদিও বিয়ের আগে তারা নিজেদের প্রকাশ্যে কখনও স্বীকৃতি দেননি। তবে অন্দরমহলের অনেক কথাই মাঝেমধ্যে প্রকাশ্যে চলে আসে। বিয়ের কয়েকদিন পরই আলিয়া তার সন্তান সম্ভবার খবর প্রকাশ্যে আনেন।

20240415 105055

আর সেই খবরে অনেকেই চমকে যান। তবে আলিয়া ও রনবীর তাদের দাম্পত্য জীবন নিয়ে বেশ সুখে রয়েছেন। এপ্রিল মাসে বিয়ের পর জুন মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন আলিয়া। এরপর ২০২২ সালের নভেম্বর মাসে এক কন্যা সন্তান প্রসব করেন আলিয়া ভাট। যদিও ২০১৮ সালে সম্পর্কের শিলমোহর দিয়েছিলেন রনবীর।

20240415 105113

করোনার আগে বিয়ের ইঙ্গিত পাওয়া যায়। কিন্তু তারপরই করোনার আবহ ও ঋষি কাপুরের মৃত্যুতে সবকিছু ওলটপালট হয়ে যায়। আর তার জেরে এক বছর পিছিয়ে যায় তাদের বিয়ে। অবশেষে ২০২২ সালের ১৪ই এপ্রিল নিজেদের অ্যাপার্টমেন্টে বিয়ে সারেন আলিয়া ও রনবীর। শোনা যায় বিয়ের অনেক আগে থেকেই রনবীর ও আলিয়া একসঙ্গে থাকতেন।

20240415 152407

এদিকে বিয়ের ছয় মাসের মধ্যে সন্তান জন্ম দিয়েছেন আলিয়া। অর্থাৎ বিয়ের সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন তা স্পষ্ট হয়ে যায়। তাই নিজেদের পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়েই বিয়ের আয়োজন করেন তারা। নিজেদের বাড়িতেই বিয়ের আসর বসে। দু’জনেই মানানসই পোশাকে সেজে ওঠেন। যদিও তাদের বিয়ের আগে সঠিক তারিখ তারা প্রকাশ্যে আনেননি। বিয়ের আগের দিন রনবীর কাপুরের মা নীতু কাপুর অবশেষে ঘোষণা করেন।

আলিয়া এক সাক্ষাৎকারে বিয়ের আগে রনবীরের সঙ্গে একত্রে থাকার কারণ জানান। তিনি জানান, একসঙ্গে থাকলে একজন মানুষকে ভালো করে চেনা যায়। একসঙ্গে থাকার সুযোগ পেলে থাকা উচিত বলে মনে করেন আলিয়া। তবে তিনি জানান, বিয়ে করবেন মনস্থির করে একসঙ্গে থাকতে শুরু করেন। কিন্তু তারপর করোনা শুরু হয়। বর্তমানে মেয়ে রাহা ও সংসার নিয়ে দিব্যি সুখে রয়েছেন আলিয়া ও রনবীর। সবকিছু সামলে চলেছেন তিনি।

আরও পড়ুন,
*ওজন কমবে ১ সপ্তাহে, গ্রীষ্মের দাবদাহে টক দই আর শসা খান এই ভাবে
*গাড়ির মধ্যে আবির-শুভশ্রীর মিষ্টি প্রেম, প্রকাশ্যে ‘বাবলি’ টিজার, বড় পর্দায় কবে?