হুমকি দিয়ে, অশ্লীল কথা বলে তাকে থামানো যাবে না এমনটাই জানালেন অভিনেত্রী মিমি চক্রবর্তী! আর.জি কর কাণ্ডে প্রথম থেকেই সক্রিয় প্রতিবাদ করেছেন মিমি। ১৪ই আগস্ট মেয়েদের রাত দখলের যে কর্মসূচী সম্পন্ন হয়েছে তাতেও সামিল হয়েছিলেন তিনি। তবে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেন তাকে ধর্ষণের হুমকি দেন।
সে কথা প্রকাশ্যে এনে সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ জানান তিনি। সম্প্রতি আরো একটি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে জয়া কিশোরী নামক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরের বক্তব্য। যেটি শেয়ার করে তিনি সকলকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন হুমকি দিয়ে তাকে কখনোই দমিয়ে রাখা যাবে না। তিনি তার প্রতিবাদ চালিয়ে যাবেন।
ভিডিওতে জয়া কিশোরী বলছেন, ‘মেয়েদের বাঁচানোর প্রসঙ্গ পরে। আগে ছেলেদের শেখানোর দায়িত্ব আমাদের। কারণ, মেয়েদের সঙ্গে নির্মম ঘটনার পরেও লোকজন প্রশ্ন করছে, মেয়েটি কী পোশাক পরেছিলেন? কোথায় ছিলেন? তখন রাত না কি দিন? যেখানে ২ বছরে শিশুকন্যা বা ৭০ বছরের বৃদ্ধা ধর্ষিতা হচ্ছেন, সেখানে এমন প্রশ্ন কী ভাবে করা যায়?’
আরও পড়ুন,
*তদন্তের স্বার্থে পলিগ্রাফ পরীক্ষা, সন্দীপ ঘোষ সহ কত জনের? হাজির দিল্লি থেকে CBI-এর বিশেষ দল
*‘পাগলি টা বোঝেনি …,এখানে মানুষ মানুষ কে ছিঁ… !!’ তিলোত্তমার কথা ভেবে ঘুম হচ্ছে না শ্রুতির
এই পোস্ট শেয়ার করে মিমি লেখেন, ‘এই নিয়ে কোনো তর্ক করাই যায় না। কাপুরুষের দল, আমায় গালাগাল করে কোনো লাভ হবে না। আমাকে থামানো যাবে না। আমাকে হুমকি দিয়ে লাভ নেই। আমি নির্ভীক হয়েই জন্মেছি। আমাদের মেয়েরা-বোনেরা সকলেই এমন নির্ভীক।’
‘আমাদের মেয়েদের বিরুদ্ধে যারা রয়েছে তাদের সকলের বিরুদ্ধে এই লড়াই। ওরা ভাবে ওরাই বেশি শক্তিশালী লিঙ্গ এবং ওরা আমাদের নিয়ন্ত্রণ করতে পারবে। লজ্জা! আপনাদের পারিবারিক শিক্ষা লজ্জার। আপনাদের গোটা অস্তিত্বটাই লজ্জার।’