Ranbir's love for Deepika is exactly how much? The actor explained

বলি পাড়ার জনপ্রিয় তারকা দম্পতি হলেন রনবীর সিং ও দীপিকা পাড়ুকোন। তাদের সম্পর্কের রসায়ন নিয়ে নতুন করে কিছু বলার নেই। তারা যেমন সুখী দম্পতি তেমনই পাওয়ার কাপল। তাদের একসঙ্গে ছবি পোস্ট হলে তা ভাইরাল হতে সময় নেয় না। বিয়ের একাধিক ছবি সহ একাধিক ফটেশ্যুটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তারা। গত মঙ্গলবার হঠাৎ করেই একটি জল্পনা শুরু হয়।

মঙ্গলবার অভিনেতা রনবীর সিং তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ২০২৩ সালের ও তার আগের সমস্ত পোস্ট মুছে দেন। সেখানে তাদের বিয়ের ছবিও ছিল। সবকিছু একসঙ্গে মুছে দেন তিনি। আর এরপরই জল্পনা ওঠে তুঙ্গে। সকলেই বলতে শুরু করেন তবে কি দীপিকা ও রনবীরের সম্পর্কের বিচ্ছেদ হতে চলেছে! আর এই জল্পনাতেও জল ঢেলেছেন তারকা দম্পতি।

সম্প্রতি এক গয়নার ব্র্যান্ডের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রনবীর সিং। সেখানে সংবাদমাধ্যমের একাধিক প্রশ্নের মুখোমুখি হন তিনি। তাকে জিগ্যেস করা হয় তার সবচেয়ে পছন্দের গয়না কী? এরপর রনবীর জানান, বিয়েতে দীপিকার দেওয়া আংটি তার সবচেয়ে প্রিয় গয়না। আর তারপরই হাত তুলে সেই আংটি দেখান তিনি।

এর পাশাপাশি তার মায়ের হিরের কানের দুল ও ঠাকুমার মুক্তোর কানের দুল তার খুব পছন্দের। তার এই সাক্ষাৎকারে সমস্ত জল্পনার অবসান ঘটে। রনবীরের সঙ্গে দীপিকার সম্পর্কের যে কোনোরকম অশান্তি হয়নি তা অভিনেতার কথাতেই স্পষ্ট। এর পাশাপাশি রনবীরের সেদিনের সাজও সকলের নজর কেড়েছে।

রনবীরকে এদিন দেখা গিয়েছে সাদা শার্ট ও প্যান্টে। এর সঙ্গে তিনি মানানসই করে পরেছেন গলার হার। রনবীর তার এই সাক্ষাৎকারে বিবাহবিচ্ছেদের সমস্ত জল্পনার অবসান ঘটানের পর স্বস্তি পেয়েছেন তাদের অনুগামীরা। ২০২২ ও ২০২৩ সালের সমস্ত পোস্ট মুছে দিয়েছেন রনবীর। এর আগে দীপিকাও নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে সমস্ত পোস্ট মুছে দিয়েছিলেন। এরপর ধীরে আবার সকল ছবি ফেরত এনেছেন তিনি।

আরও পড়ুন,
*দীপিকার পিঠে পোড়া দাগ? হঠাৎ কী হল হবু মায়ের
*অনন্ত-রাধিকার প্রাক্‌-বিবাহ উদ্‌যাপনে দামি দামি উপহার দীপিকা, সলমন, শাহরুখদের