RG Kar: ‘নিখোঁজ খোকা’! অনির্বাণকে নিরুদ্দেশ ঘোষণা করলেন রানা সরকার

20240818 195348

আর জি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। এরই মাঝে অনেকেই নানানভাবে প্রতিবাদ করতে পথে নেমেছেন। সাধারণ মানুষ থেকে একাধিক সেলিব্রিটি পথে নেমেছেন। গত ১৪ই আগস্টের রাতে রাস্তায় নেমেছেন তারা৷ লক্ষ লক্ষ মহিলা সেদিন রাস্তায় মিছিল করেছেন। সকলের দাবি একটিই আর তা হলো যত দ্রুত সম্ভব অপরাধী চিহ্নিত করে সাজার ব্যবস্থা করা।

Snapinsta.app 454465982 1018214173362429 3816463040318935016 n 1080 idWfvYLP1q
অনির্বাণ ভট্টাচার্য

এই প্রতিবাদে সামিল হয়েছেন গোটা রাজ্য সহ দেশের মানুষ। দেশ ছাড়িয়ে বিদেশে ছড়িয়ে পড়েছে প্রতিবাদের আগুন। কিন্তু এত ঘটনার পরেও কয়েকজন টলিউড সেলিব্রিটিকে পাওয়া যাচ্ছে না। স্বভাবতই তারা মুখে কুলুপ এঁটে বসে রয়েছেন তা স্পষ্ট। তেমনই সম্প্রতি নাম উঠে এলো টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের নাম। কিছুদিন আগে ‘লাপাতা লেডিজ্’ বলে একটি পোস্টার ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

সেই পোস্টারে দেখা যায় জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, শতাব্দী রায়কে। ‘লাপাতা’-এর অর্থ হলো নিখোঁজ। অর্থাৎ এই পোস্টারের আসল বক্তব্য শহরের বুকে ঘটে যাওয়া নিন্দনীয় এই ঘটনার পরেও উক্ত মহিলারা মুখে কুলুপ এঁটেছেন। যদিও পরে রাজ্য সরকারের তরফে যে মিছিলের আয়োজন করা হয় তখন তাদের দেখতে পাওয়া গিয়েছে। এর পাশাপাশি রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে কান্নাকাটি করে ভিডিও পোস্ট করতে।

তেমনই সম্প্রতি একটি পোস্টার ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে লেখা রয়েছে ‘নিখোঁজ খোকা’। আর এই পোস্টাটি করলেন প্রযোজক রানা সরকার। সেই খোকার ভূমিকায় ছবিতে দেখা যাচ্ছে অনির্বাণ ভট্টাচার্যকে। পোস্টে লেখা রয়েছে, “নাম: খোকা, গায়ের রং: উজ্জ্বল শ্যামবর্ণ, উচ্চতা: ৫’১১”, মুখে : প্রিটেনশন, বাড়ি: পর্দা ও মঞ্চ। RG Kar-এর ঘটনার পর থেকে নিখোঁজ। সন্ধান পেলে জানাবেন।”

‘নিখোঁজ খোকা’ পোস্টার

অর্থাৎ এই পোস্টের অর্থ হলো শহরের বুকে প্রথম সারির হাসপাতালে এমন নারকীয় ঘটনায় যখন গোটা রাজ্য সহ দেশ উত্তাল হয়েছে সেইসময় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য মুখে কুলুপ এঁটেছেন। তাকে যে এই পোস্টের মাধ্যমে একপ্রকার কটাক্ষ করা হয়েছে তা বুঝতে অসুবিধা হয়নি কারোর। অনেকেই এই পোস্টের নীচে নানান মন্তব্য করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, “তুমিও মানুষ আমিও মানুষ তফাৎ শুধু শিরদাঁড়ায়।”

আরও পড়ুন,
*‘কিছু না কিছু ইঙ্গিত তো মেয়েটা দিয়েছিল …’! আর জি করের নির্যাতিতাকে নিয়ে ভিডিয়ো ‘বিটকেল বাঙালি’ সৈয়দ শামসিলের