নিজের আসল রূপ দেখালেন শিল্পী শ্রেয়া ঘোষাল! দেখুন কোন অবতারে সামনে এলেন তিনি

সম্প্রতি এবার ‘বস লেডি’ হিসেবে দেখা গেল জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালকে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একাধিক ছবি পোস্ট করেছেন এই শিল্পী। যেখানে নিজের আসল রূপ তুলে ধরেছেন তিনি। আমরা সকলেই জানি এই শিল্পী সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয়।

যেখানে নিত্যদিন নিজের নানান ছবি বা ভিডিও ভাগ করে নেন তিনি। কখনো কোনো কনসার্টের ছবি আবার কখনো পরিবারের সাথে কাটানো মুহূর্তের ছবি সবই তিনি ভাগ করে নেন অনুরাগীদের সাথে। তবে সম্প্রতি এবার যে ছবিগুলো পোস্ট করেছেন সেগুলি একান্ত নিজের।

মূলত ফটোশ্যুটের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে একটি জমকালো পোশাক পরে রয়েছেন। মানানসই মেকআপ তাকে ভীষণ সুন্দরী করে তুলেছিল। বিভিন্ন ভঙ্গিমায় পোজ দিতে দেখা গিয়েছে তাকে। কখনো হাসিমুখে তাকিয়ে রয়েছেন, আবার কখনো আপন মনে নাচছেন।

ছবিগুলো পোস্ট করে লিখেছেন, ‘ওইদিন সন্ধ্যের এমনই ভাইব ছিল। আমার মনে হয় শেষের ছবিটি সত্যিকারের আমি।’ আসলে সেই ছবিতে তাকে হাত তুলে নাচতে দেখা গিয়েছে। আমরা সকলেই জানি তিনি ভীষণই প্রাণখোলা স্বভাবের। তাই সেটিই যে তার আসল রূপ সেটাই বলতে চেয়েছেন শ্রেয়া।

উল্লেখযোগ্য, এই বঙ্গতনয়া বর্তমানে রাজত্ব করছেন টলিউড তথা বলিউডে। তার গান শোনেননি এমন মানুষ নেই বললেই চলে। কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন তিনি। তবে কখনোই তাকে অহংকার স্পর্শ করতে পারেনি। সব সময় তিনি সাধারণ থাকতেই পছন্দ করেন।