টলি পাড়ার ছোটো পর্দার অভিনেত্রী হলেন সৃজলা গুহ। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। নানান ছবি ও ভিডিওতে সামাজিক মাধ্যমে ঝড় তোলেন অভিনেত্রী। তার রূপের আগুনে মজেছে নেট দুনিয়ার মানুষ। সৃজলা টেলিভিশনের পর্দায় ‘মন ফাগুন’ ধারাবাহিকে অভিনয় করেছেন। এই ধারাবাহিকে শন ও সৃজলার রসায়ন ছিলো দেখার মতন।
সৃজলা সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যে সাহসী অবতারে ধরা দেন। সম্প্রতি ছবি পোস্ট করে উষ্ণতা ছড়িয়েছেন তিনি। তাকে দেখা গিয়েছে লাল শিফন শাড়িতে দেশি লুকে। আর তার এই ছবি দেখে ভক্তদের মনে ঝড় উঠেছে। ছবিতে সৃজলাকে দেখা গিয়েছে লাল শিফন শাড়িতে এবং পরনে শাড়ির সঙ্গে কোনো ব্লাউজ নেই। শাড়ি হাঁটুর উপর তোলা রয়েছে।
শাড়ির আঁচলের ফাঁক দিয়ে মেদহীন কোমর উঁকি দিচ্ছে। এই ছবি নেট দুনিয়ায় ভক্তদের মুগ্ধ করে দিয়েছে। তবে শুধু এই ছবিই নয়। এর সঙ্গে তিনি আরও ছবি পোস্ট করেছেন। সৃজলাকে দেখা গিয়েছে সবুজ রঙের ব্রোকেট ব্লাউজ, সাদা শাড়িতে। শাড়ির আঁচল নেমে গেছে। সঙ্গে কোমরে দেখা গিয়েছে কোমর বিছা ও কপালে লেপ্টে যাওয়া লাল টিপ।
সৃজলার পোস্ট করা এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে নিমেষেই। সৃজলা যদিও প্রথম কাজ শুরু করেন ওড়িয়া সিনেমার মধ্যে দিয়ে। এরপর তাকে রোহন ভট্টাচার্য্যের বিপরীতে ‘জামাই বরণ’ সিনেমায় অভিনয় করতে দেখা যায়। তবে বর্তমানে অভিনেত্রীর ঠিকানা মুম্বাই।
তিনি এখন হিন্দি ধারাবাহিকে অভিনয় করার কাজে মন দিয়েছেন। এর পাশাপাশি তিনি সিরিজ ও সিনেমা করার কাজে মন দিয়েছেন। কাজের ফাঁকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে ভোলেন না অভিনেত্রী। ভক্তদের কীভাবে মন জয় করতে হয় তা ভালোই জানেন তিনি।