Viral Video: চিতাবাঘের কবল থেকে হরিণের প্রাণ বাঁচাল হাতি! নেটদুনিয়ায় ভাইরাল সেই ভিডিও

Animail Viral Video:সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায় একাধিক ভিডিও। বিভিন্ন স্বাদের ভিন্ন ধরনের ভিডিও আমরা সামাজিক মাধ্যমে দেখে থাকি৷ তবে সবথেকে বেশি যে ভিডিও জনপদ হয় তা হলো পশুপাখির লড়াইয়ের ভিডিও। বনজঙ্গলের নানান পশুপাখির লড়াইয়ের ভিডিও ভাইরাল(Viral) হয়। আর তা সোশ্যাল মিডিয়ায় মানুষ বেশ উপভোগ করে। সামাজিক মাধ্যমের জন্য আমরা বনজঙ্গলের পশুপাখিদের লড়াই করে বেঁচে থাকা ও তাদের দিনযাপন দেখে থাকি।

সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওটি প্রচুর মানুষ দেখে ফেলেছেন। এর পাশাপাশি অনেকেই মন্তব্য করেছেন। ভিডিওটি বন্ধুর গল্প বলে। আর সেই বন্ধু হলো হাতি। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে একটি ইমপালা বা রুইবোক ও তার শাবক দাঁড়িয়ে রয়েছে বনের একটি জায়গায়।

আর সেই রুইবোককে লক্ষ্য করে তাদেরই দিকে এগিয়ে আসছে একটি চিতা বাঘ। চিতা বাঘ যে দৌড়ে বনের যেকোনো পশুকে হারিয়ে দিতে সক্ষম তা সকলেই জানেন। তেমনই ভিডিও(Video)তে দেখা গিয়েছে দু’টি রুইবোককে দেখে তাদের দিকে এগিয়ে আসতে থাকে চিতা বাঘ। বড় রুইবোকটি চিতা বাঘকে দেখে পালিয়ে যায়।

এদিকে ছোট্ট বাচ্চাটি দৌড়ে চিতা বাঘের সঙ্গে হেরে যায়। এরপর তাকে মুখে পুরে নেয় চিতা। আর সেখানেই রুইবোকের রক্ষাকর্তা হিসেবে হাজির হয় এক দল হাতি। হাতির দাপটে চিতা রুইবোককে রেখে পালিয়ে যায়। আর এরফলে প্রাণে বেঁচে যায় রুইবোক।

সম্প্রতি ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল(Viral) হয়েছে। ইমপালা বা রুইবোক হলো মাঝারি আকারের হরিণ। এই প্রাণী পূর্ব ও দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক