সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি সাদা কালো ছবি পোস্ট করেছেন কাজল। আর সেখানে লিখেছেন তিনি মনে করতে পারছেন না এটি কোথায় তোলা বা কে ছবিটি তুলে দিয়েছিলেন। কে তাকে সেটি মনে করাতে সাহায্য করবেন? বলিউডের নামকরা একজন অভিনেত্রী হলেন কাজল।
দীর্ঘদিন ধরে তিনি যুক্ত হয়েছেন বলিউডের সাথে। তাবড়-তাবড় তারকাদের সাথে জুটি বেঁধে তিনি দর্শকদের উপহার দিতেন সুপারহিট সিনেমা। এখন যদিও সিনেমার সংখ্যা কমেছে তবে সেগুলিও হিট হয় বক্সঅফিসে। তবে সোশ্যাল মিডিয়াতেও কম সক্রিয় থাকে না তিনি।
মাঝেমধ্যেই সেখানে বিভিন্ন ছবি থেকে ভিডিও ভাগ করে নেন। সম্প্রতি সেরকমই একটি ছবি তিনি ভাগ করে নিয়েছেন তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। ছবিটি তার যুবতীবেলার, সাদা-কালো এই ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমি মনে করতে পারছি না এটি কোথায় তোলা হয়েছিল বা কে তুলে দিয়েছিল। আমাকে কে সাহায্য করবে এটি মনে করাতে?’
আরও পড়ুন,
*অজয়ের জন্মদিনে পাশে নেই কাজল, স্বামীকে দূর কি বার্তা দিলেন অভিনেত্রী
তার এই ছবি দেখামাত্র প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। সকলেই তার সৌন্দর্য্যের প্রশংসা করেছেন। পাশাপাশি তারা এও বলেন এখনো তিনি আগের মতোই সুন্দরী রয়ে গিয়েছেন। উল্লেখযোগ্য, কিছুদিন আগেই কলকাতায় এসেছিলেন অভিনেত্রী। আসলে তার আগামী সিনেমা ‘মা’এর শ্যুটিংয়ের জন্য এই রাজ্যে এসেছিলেন তারা।
সিনেমার বেশ কিছু শ্যুটিং হয়েছে বোলপুরে। এছাড়াও কলকাতার নানান জায়গায় শ্যুট করা হয়েছে। এই সিনেমায় তিনি ছাড়াও রয়েছেন রণিত রায়। অন্যদিকে কিছুদিন আগেই ছিল স্বামী অজয় দেবগণের জন্মদিন। তখন তিনি কলকাতাতেই ছিলেন। তাইতো এখান থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তিনি।
আরও পড়ুন,
*‘পরের বছর ঈদের সময় সিকেন্দরের সাথে দেখা হবে’, ঈদের শুভেচ্ছা জানালেন সুপারস্টার সলমন খান
*‘গয়না’ টিকিট আনলো মুম্বাই মেট্রো