টানা ১০ বছর গর্ভবতী! এবার থামতে চান তরুণী

বিয়ের পর থেকেই একটানা ১০ বছর অন্তঃসত্ত্ব্বা থেকেছেন এক মহিলা। ২৮ বছর পৌঁছতে পৌঁছতে ১০ সন্তানের মা হয়েছেন তিনি। আমেরিকার লাসভেগাসের বাসিন্দা কোরা ডিউকের এই মা হওয়ার গল্প উঠে আসতেই রীতিমতো অবাক হয়ে গিয়েছেন সকলে।

২৩ বছরের দাম্পত্যজীবন কোরা এবং তার স্বামী আন্দ্রে ডিউকের। ২০০১ সালে মাত্র ১৭ বছর বয়সে প্রথম সন্তানের মা হয়েছেন কোরা। তারপর থেকে প্রত্যেক বছরই অন্তঃসত্ত্বা থেকেছেন তিনি। তার নবম সন্তানের জন্ম দেন ২০১২ সালে।
তবে তারা কিন্তু এই সন্তানগুলি পরিকল্পনা করে নেননি।

মহিলা জানিয়েছেন তিনি কখনোই ভাবেননি ১০ সন্তানের জন্ম দেবেন। তবে তার মতে কোনো কিছুই পরিকল্পনা করে হয় না। বর্তমানে তাদের প্রথম সন্তান এলিয়াহের বয়স ২১ বছর। কনিষ্ঠতম সন্তান তাহজের বয়স ১০ বছর। যদিও ২০০৪ সালে মেয়ে ইউনাকে হারিয়েছেন তারা। জন্মের মাত্র এক সপ্তাহ পরেই মৃত্যু হয় তার।

স্কুলে পড়াকালীন নাটকের ক্লাসে পরিচয় হয়েছিল আন্দ্রে এবং কোরার। এরপর থেকে বন্ধুত্ব, প্রেম এবং অবশেষে বিয়ে। মাত্র ১৭ বছর বয়সেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন কোরা। তিনি মাতৃত্ব অনুভব করেছিলেন বলে সেই সন্তানের জন্ম দিয়েছিলেন।

এরপর থেকে প্রত্যেক বছরই অন্তঃসত্ত্বা হয়েছিলেন তিনি।
তার মতে তার কাছে মাতৃত্ব এসেছে স্বাভাবিক নিয়মেই। তবে তিনি যখন প্রতিবছর সন্তানের জন্ম দিতে থাকেন সকলে বলেছিলেন এবার তাদের থামা উচিত। তবে তারা কখনোই কৃত্রিমভাবে কিছু করতে চাননি। যদিও কনিষ্ঠ সন্তানের জন্মের পর যৌথ সিদ্ধান্তেই অস্ত্রোপচার করিয়েছেন তিনি।

আরও পড়ুন,
*ছেলেমেয়েরা আদর্শ মানুষ হওয়ার পথে এগিয়ে যাবে, বাবা-মায়েরা করুন এই কাজ
*খোঁজ মিললো ২৫০০ বছরের পুরনো যজ্ঞকুণ্ডর

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক