প্রায় দু’বছর সেক্সুচুয়্যাল লাইফ নেই.., যৌন জীবন নিয়ে মুখ খুললেন ‘স্যাপিওসেক্সুয়াল’ শ্রীলেখা

কিছুদিন আগে এক সংবাদমাধ্যমে দেওয়া মমতা শঙ্করের একটি সাক্ষাৎকার নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। অনেকেই দাবি করেছেন মমতা শঙ্কর যৌনকর্মীদের ছোটো করেছেন তার মন্তব্যের মধ্যে দিয়ে। এবার সেই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। যদিও এর আগে নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই বিষয়ে মন্তব্য প্রকাশ করেছিলেন তিনি। এবার এক সাক্ষাৎকারে নিজের মত সরাসরি জানালেন।

এর পাশাপাশি দেহ ব্যবসা, যৌনতা নিয়ে সরাসরি কথা বললেন তিনি। যৌনকর্মীদের ছোটো করতে নারাজ শ্রীলেখা। তবে তিনি বলেন, “সেক্স’ শব্দটা গুগলে সবচেয়ে বেশি সার্চড একটা শব্দ। অথচ সেটা বলতে বা সেটা সম্পর্কে জানতে, সেক্স এডুকেশনটা আমাদের দেশে, রাজ্যে, আমাদের মানসিতায় কিংবা মগজে জিরো। সেক্স ব্যাপারটা যেন শুধু বংশবৃদ্ধির জন্য। বাচ্চা হয়ে গেল, ব্যাস।”

তিনি আরও বলেন, স্বামী ও স্ত্রী-এর মধ্যে যখন শারীরিক সম্পর্ক নেই তখন স্বামী পয়সা দিয়ে সেক্স কিনছে। এতে দোষের কিছু নেই বলেই মনে করেন অভিনেত্রী। তিনি আরও বলেন, “আজকাল তো জিগোলোতে চারিদিক ভর্তি। মানুষ এখন যে কোনও উপায়ে টাকা চায়।” জিগোলোদের নিয়ে অভিনেত্রীর মন্তব্য, যেই স্বামীদের সঙ্গে স্ত্রী-এর শারীরিক সম্পর্ক ঠিক নেই সেই স্ত্রী-এরা জিগোলোদের কাছে সেক্স কিনছে।

দীর্ঘদিন হয়েছে বিবাহবিচ্ছেদ হয়েছে অভিনেত্রীর। বর্তমানে তিনি নিজের পোষ্যদের নিয়ে ব্যস্ত থাকেন। তার স্বীকারোক্তি, “আমি এখন স্পিরিচুয়াল হয়ে গিয়েছি। জীবনের এই ধাপটায় এসে আমি যার তার সাথে আমি পারব না। আমার প্রায় দেড়-দু-বছর হল সেক্সুচুয়্যাল লাইফ নেই।” এর পাশাপাশি তিনি জানান, এক স্প্যানিশ-আমেরিকান যুবক যার নাম ডেভিড তার সঙ্গে একটা “মিষ্টি ব্যাপার” হয়েছিল তার। “ছোট্ট লাভস্টোরি গোছের।”

তবে তিনি জানিয়েছেন, তিনি বুদ্ধিমান মানুষ পছন্দ করেন। যদি মগজে কিছু থাকে তাহলে তিনি সেই মানুষকে পছন্দ করেন। এর পাশাপাশি ইন্ডাস্ট্রি নিয়ে তার স্পষ্ট জবাব তিনি তার কাজকে শ্রদ্ধা করেন তাই সেখান থেকে আদানপ্রদানের কোনো গল্প রাখতে চান না। তার কথায়, “যারা ক্ষমতায় রয়েছে তাদের আমি খুশি করে চলবো না।”

আরও পড়ুন,
*Share Market: গরমের তীব্রতার সাথে তাল মিলিয়ে বাড়বে এই সংস্থাগুলির শেয়ার
*Digha: পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় হবে দিঘা! জানুন কিভাবে?

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক