20240818 135123 hApA9Gvf6B

বাঙাল-ঘটি একতায় ভয় পেয়ে বাতিল করা হলো রবিবারের ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি ম্যাচ। সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। রবিবার বহু তারকা ইস্টবেঙ্গল-মোহনবাগানের ম্যাচ থেকে তিলোত্তমার বিচার চাওয়ার দাবী তুলেছিলেন।

তবে চলমান পরিস্থিতির কথা মাথায় রেখে সেই ম্যাচ বাতিল করা হয়েছে। কিন্তু ম্যাচ বাতিল হলেও থামবে না প্রতিবাদ। যুবভারতীর সামনে যৌথ প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। সকলে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের প্রতিদ্বন্দ্বিতার কথা জানেন। আর তাদের ম্যাচ থাকা মানে টানটান উত্তেজনা।

তবে সাম্প্রতিক ডার্বি ম্যাচে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা নয় বরং এক হয়ে তিলোত্তমার বিচারের দাবী তোলার কথা ছিল দুইদলের। রবিবার ৭টা থেকে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। তবে ম্যাচ বাতিল হওয়ার পর ৬টা থেকে প্রতিবাদ মিছিলের ডাক উঠেছে। যেখানে থাকবেন দুই দলের সমর্থকরা। তাতেই সুর মেলালেন স্বস্তিকা।

জমায়েতের একটি পোস্টার শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘জড়ো হন, বিভেদ ভুলে এক হওয়ার সময় এসেছে।’ যেখানে সমর্থন জানিয়েছেন নেট নাগরিকরা। কেউ লিখেছেন ‘তোপসে: শুনতে পাচ্ছি প্রতিবাদের ভয়ে কালকের ডার্বি বাতিল হচ্ছে। ফেলুদা: এবার বুঝলি তো তোপসে, জোট বাঁধলে বাঙাল-ঘটি, ছেড়ে পালায় হাওয়াই চটি।’

Swaspos 1723949653919 YIhhwUwV8w
ডার্বি নিয়ে স্বস্তিকার পোস্ট

আরেকজন লেখেন, ‘চল ভাই/ মাচা লোটা একসাথে/ এক টিমে এক পাশে/ মাচা লোটা এক স্বর/ আরজি কর আরজি কর।’ উল্লেখযোগ্য, গত এক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকরা প্রচার করেছিলেন আর.জি করের ঘটনায় প্রতিবাদ করবেন। তবে এই কথা শুনে ডার্বির আয়োজনের ঝুঁকি নেয়নি প্রশাসন।

আরও পড়ুন,
*আইন ভেঙে ফের বিপাকে সুশান্তের প্রাক্তন রিয়া! নতুন প্রেমিকের সঙ্গে কি কান্ড ঘটালেন অভিনেত্রী? ফাঁস ভিডিও