অনেকেই এমন রয়েছেন যাদের বয়সের তুলনায় বেশি বড় মনে হয়। আর তাই তারা পড়েন মহা সমস্যায়। এমন কাণ্ড ঘটে চলেছে জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে। তার এই বিষয়ে রয়েছে অভিযোগ। কারণ তাকে বয়সের তুলনায় অনেকেই বড় ভাবেন। বর্তমানে ইমন চক্রবর্তীর বয়স ৩৪ বছর উইকিপিডিয়া মতে। কিন্তু তাকে দেখলে অনেকটা বেশি বয়সের মনে হয়।
ছোটো থেকে বড় সকলেই তাকে দিদি ডাকেন। আর তাই গায়িকার অনুরোধ, “আমার পাপ আর বাড়াবেন না তো।” এর আগেও বয়স নিয়ে কটাক্ষের মুখোমুখি হয়েছেন তিনি। জানা যাচ্ছে, প্রাক্তন প্রেমিক শোভন গাঙ্গুলির সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি ঘটেছে এই বয়সের জন্য। আর তাই এবার ইমন স্পষ্ট করে তার বক্তব্য তুলে ধরেছেন।
গায়িকা বলেন, “ছোটবেলা থেকেই আমাকে বড় বড় দেখতে. আমার থেকে বয়সে বড় কোনো দিদিকে নিয়ে বাইরে বেরোলে সবাই আমাকে ওর দিদি বলত। একটা হাসি হাসতাম আমি. আর ভেতরে ভেতরে খুব রাগ হত।”
তিনি আরও বলেন, “এখন তো আরও মুশকিল। সবাই দিদি বলে, তা বলুক। কারও বয়স পঁয়তাল্লিশ, দেখা হল– ঝপ করে একটা নমস্কার। কী জ্বালায় পড়েছি বলুনতো! ঝপঝপ করে পেন্নাম করে আমার পাপ আর বাড়াবেন না তো। ছোট বড় সবাইকে আমি আশীর্বাদ দিলাম, খুশি?”
এদিকে বেশ কিছু বছর আগেই নীলাঞ্জনকে গলায় মালা দিয়েছেন ইমন। তারা সুখে সাংসারিক জীবন কাটাচ্ছেন। তবে তার প্রাক্তন প্রেমিক শোভনের মাঝেমধ্যে নাম জড়াচ্ছে অভিনেত্রীদের সঙ্গে। কিছুদিন আগে শোভন প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন স্বস্তিকা দত্তের সঙ্গে। বর্তমানে শোনা যাচ্ছে তিনি সোহিনী সরকারের সঙ্গে সম্পর্কে রয়েছে। তবে ইমন তার জীবনের সুখের চাবিকাঠি পেয়ে গিয়েছেন অনেক আগেই।
আরও পড়ুন,
*Vastu Tips: মানিব্যগে রাখুন এই জিনিস, টাকায় ভোরে উঠবে
*Monami Ghosh: শর্টস পরে তীব্র গরমে আইসক্রিম হাতে মনামী, ছেঁকা খেল নেটিজেনরা