অভিনেতা দেবের পর এবার ইস্তফা দিলেন আরেক সাংসদ মিমি চক্রবর্তী! একইসাথে তিনি এতোদিন পর্যন্ত সাধারণ মানুষের করের টাকায় কী কী উন্নয়ন করেছেন তারও হিসাব দিয়ে দিলেন সকলের সামনে। অভিনেত্রী জানিয়েছেন রাজনীতি তার জন্য নয়, তাই তিনি লোকসভা ভোটে প্রার্থী হতে চান না।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি, যদিও দলনেত্রী তা গ্রহণ করেননি। এরপরে তিনি এমপি ল্যাডের টাকায় কী কী খরচ করেছেন তার হিসাব দিয়েছেন। বিধানসভার বাইরে দাঁড়িয়ে বলেন, ‘সাংসদ খাতের টাকা কোথায় খরচ হয়েছে তার তথ্য পোর্টালে পেয়ে যাবেন। এক নম্বরে কার নাম রয়েছে সেটা দেখে নিন। ওটাই আমার গর্বের কারণ।’
আরও পড়ুন,
*২০২৫-সাল থেকে উচ্চমাধ্যমিকে বড় পরিবর্তন! থাকবে না আর ভুলের আশঙ্কা
*সৌরভ-ডোনার প্রথম ডেট কলকাতার নামি চাইনিজ রেস্তোরাঁয়! তখন কোন ক্লাসে ছাত্রী ডোনা?
অভিনেত্রী গত পাঁচ বছরে যাদবপুর লোকসভা কেন্দ্রে যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে তার কোথায় কত কোটি খরচ করেছেন তার সম্পূর্ণ তথ্য দিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমি অধিকাংশ সময় অভিনয়ে থেকে মনোরঞ্জন করেছি। তবে বিগত পাঁচ বছরে বৃহৎ গণতন্ত্রের অংশ হিসেবে যতটা কাজ করতে পেরেছি তার জন্য আমার আত্মতুষ্টি হয়।’
পাশাপাশি তিনি এও জানান মানুষের করের টাকা সঠিকভাবে ব্যবহার করতে পেরে তিনি গর্বিত। সেই কারণে বিগত পাঁচ বছরের যাবতীয় খতিয়ান তিনি তুলে ধরেছেন সকলের সামনে। তার দেওয়া তথ্য অনুসারে তিনি মোট ১৭ কোটি টাকা খরচ করেছেন বিধানসভা এলাকাগুলির উন্নয়নের স্বার্থে।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘আমি আমার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। আগামী দিনে আমি সক্রিয় রাজনীতিতে না থাকলেও আমার কাজের মাধ্যমে সকলের হৃদয়ে থাকবো।’ তবে তিনি নিন্দুকদের জন্যেও বিশেষ বার্তা দিয়েছেন। বলেন, ‘কুছ তো লোগ কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় কেহনা।’
আরও পড়ুন,
*অস্ত্রোপচার করে সুস্থ আছেন অঙ্কুশ! হাসপাতাল থেকে নিজের ছবি পোস্ট অভিনেতার
*দেবী সরস্বতীর অশ্লীল মূর্তি! তুমুল বিক্ষোভ হিন্দুত্ববাদীদের, কোথায় ঘটলো এমন ঘটনা? কারা তৈরি করল?