স্টেজ শো করতে আসা যুবতীকে গণধর্ষণ করল সহ-শিল্পীরা!

The young woman who came to perform the stage show was gang-raped by her co-artists

ছত্তিশগড়ের যুবতী ঝাড়খণ্ডে এসেছিলেন স্টেজ শো করতে, নির্মম পরিণতি, গণধর্ষণের শিকার যুবতী৷ এই অমানবিক অঘনা ঘটেছে ঝাড়খন্ডের পালামু জেলায়৷

ধর্ষণ আর ধর্ষণ প্রতিদিনই ঘটছে ধর্ষণ, এবার ঝাড়খণ্ডে স্টেজ শো করতে এসে গণধর্ষণের শিকার হলেন ছত্তিশগড়ের যুবতী(২১)৷ রাঁচি থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে শনিবার গভীর রাতে বিশ্রামপুর থানা এলাকায় ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানাগিয়েছে, তিন সহ-শিল্পীর বিরুদ্ধে ওই যুবতী গণধর্ষণের অভিযোগ করেছেন৷ তিনি অভিযোগে জানিয়েছেন, তিনজন সহ-শিল্পী মাদক খাইয়ে গাড়িতেই তাকে ধর্ষণ করেছে৷ এরপর তাঁকে অচেতন অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায় তাঁরা৷ অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তিন নম্বরের তল্লাশি চলছে৷

সূত্র মারফত জানা গিয়েছে, এখন পালামুর এক হাসপাতালে ভর্তি আছেন ওই যুবতী৷ তাঁর শারীরিক নানা পরীক্ষা করা হয়েছে সেখানে। ঐ যুবতী বিশ্রামপুরে স্টেজ শো করতে এসেছিলেন, কিন্তু কোন করণ বসত শো বাতিল হয়ে যায় এরপর সহ শিল্পীদের সঙ্গে অন্য শো-তে যাবেন বলে তিনি মন স্থির করেন৷

সেখানে যাওয়ার পথেই ঘটেছে এই নির্মম পরিণতি৷ রাস্তাতেই নেশা করিয়ে তাঁকে গাড়ির মধ্যে ধর্ষণ করা হয় বলে জানিয়েছেন যুবতী৷ রবিবারই পুলিশে অভিযোগ দায়ের করেছেন৷ যুবতীর অভিযোগের ভিত্তিতে আপাতত এই পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ৷