Dev: অল্প আয়োজনে ভাতৃদ্বিতীয়া পালন করলেন দেব ও তার বোন! পোস্ট করলেন ছবি

Dev: ভীষণই সাধারণভাবে ভাতৃদ্বিতীয়া পালন করেছেন অভিনেতা দেব (Dev) এবং তার বোন! সম্প্রতি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন অভিনেতা নিজেই। আসলে যতই তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান না কেন কখনোই তার মধ্যে কোনো অহংকার বা ঔদ্ধত্য আসেনি।

বরাবর সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতে পছন্দ করেন তিনি। পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়া থেকে শুরু করে ছোট ছোট অনুষ্ঠানে আনন্দ করা সবমিলিয়ে অভিনেতা মাটির মানুষ। যেহেতু এদিন ছিল ভাতৃদ্বিতীয়া তাই ভাইয়ের মঙ্গল কামনায় প্রত্যেক বোনেরাই ফোঁটা দিয়ে থাকেন।

ব্যতিক্রম হয়নি দেবের ক্ষেত্রেও। এদিন খুব সাধারণ আয়োজনের সাথে ভাইফোঁটা পালন করেছেন তারা দু’জন। ছবিতে দেখা যাচ্ছে খুব অল্প আয়োজনে ফোঁটা দিচ্ছেন তার বোন। আর একটি ছবিতে তাদের সারমেয়কেও দেখা গিয়েছে।

বিনোদন
‘চোখের জলে’ গান গেয়ে প্রয়াত জুবিনকে শ্রদ্ধা জানালেন দেব

ছবিটি পোস্ট করতেই তাদের ভালোবাসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। প্রত্যেকের মুখে একটাই কথা অভিনেতা এতো জনপ্রিয়তা পেয়েও কখনো নিজের মধ্যে ঔদ্ধত্য আসতে দেননি। এই বিষয়টি তাকে অন্যান্য তারকাদের থেকে আলাদা করে। অন্যদিকে তার বোনও কিন্তু কখনো অহংকার করে বলেন না তিনি টলিউড সুপারস্টারের বোন।

উল্লেখযোগ্য, কিছুদিন আগেই দেব বিদেশে বেড়াতে গিয়েছিলেন সপরিবারে। আসলে ‘রঘু ডাকাত’এর প্রচারে কয়েকদিন ব্যস্ত ছিলেন অভিনেতা। গোটা রাজ্য জুড়ে চলেছে ‘রঘু ডাকাত’এর প্রচার। ফলস্বরূপ বেশ কিছুদিন তাদের ব্যস্ততায় কেটেছে দিন। তবে সেখান থেকে ছুটি পেতেই উড়ে গিয়েছিলেন বিদেশযাত্রায়।

#Dev #Bhaifota

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক