বর্তমান সময়ে পরকীয়া বেড়ে গিয়েছে অনেকটাই। সম্পর্কে থেকেও কেউ কেউ আরেকজন সঙ্গীর খোঁজ করেন। তেমনই বর্তমানে বৌদিদের প্রতি যেমন অনেক পুরুষ আকৃষ্ট হন তেমনি তারাও আকৃষ্ট হন ছেলেদের প্রতি। তবে সমাজে ছেলেদের বৌদিরা প্রতি বেশি আকৃষ্ট হতে দেখা যায়। এর কারণ অনেকেই হয়তো জানেন না। তবে আজকের প্রতিবেদনে তার কারণ জেনে নেওয়া যাক।
বৌদি ও দেওরের সম্পর্ক সবসময় মধুর হয়। এই সম্পর্কে থাকে খুনসুটি। কিন্তু মেয়েদের তুলনায় বৌদিদের নিয়ে বেশি কৌতুহলী থাকে ছেলেরা। যুবকদের বৌদিদের প্রতি আকৃষ্ট হওয়ার কী কারণ? অনেকে মনে করেন, বৌদিরা দেওরদের সঙ্গে বন্ধুর মতন মেলামেশা করেন। ছেলেরা এমন বন্ধু পেতে পছন্দ করেন। এর পাশাপাশি বৌদিরা বাস্তব বুদ্ধি সম্পন্ন হওয়ায় তাদের উপস্থিত বুদ্ধি থাকে।
ছেলেরা এমন সম্পর্কে থাকতে পছন্দ করেন। বৌদিরা বয়সে বড় হওয়ার কারণে যেকোনো অসুবিধা তারা খুব সহজে মিটাতে পারেন। আর এমন সঙ্গী ছেলেরা পছন্দ করেন। বিবাহিত মহিলারা যথেষ্ট বাস্তববাদী হন। আর এরফলে তারা সম্পর্কে ন্যাকামো করেন না৷ এমন সঙ্গী ছেলেরা পছন্দ করেন।
বৌদিদের সঙ্গে কোনোরকম সম্পর্ক তৈরি হলে ছেলেরা নিশ্চিন্ত থাকে। তার কারণ এই সম্পর্কে কোনো কমিটমেন্ট থাকে না। আর তার ফলে দায়িত্ব নেওয়ার মতন বিষয়ও থাকে না। আর তাই ছেলেরা নির্ভয়ে এই সম্পর্কে এগিয়ে যেতে পারে।
আরও পড়ুন,
*কোন সুখের আসায় মহিলারা পুরুষের প্রেমে হাবুডুবু খান? জানলে চমকে যাবেন
*২০০ কোটির সম্পত্তি বিলিয়ে এখন সন্ন্যাসী গুজরাটের দম্পতি! জানুন ব্যবসায়ীর পরিচয়