Bhojpuri: ‘দিলওয়াকে ধড়কন বঢ় জালা’ নতুন ভোজপুরি গানের তালে রোমান্টিক নাচ

Bhojpuri Dance Video: সম্প্রতি আরো একটি দুর্দান্ত ভোজপুরি গান মুক্তি পেলো ‘টিপস ভোজপুরি’ ইউটিউব চ্যানেলে। যেটি ভীষণই পছন্দ করেছেন দর্শকেরা। বর্তমান সময়ে ভোজপুরি ইন্ডাস্ট্রির রমরমা কী পরিমাণ বেড়ে গিয়েছে তা আমরা সকলেই জানি।

বিশেষ করে সোশ্যাল মিডিয়ার দৌলতে ভোজপুরি গান এবং সিনেমাগুলি পৌঁছে গিয়েছে সকলের কাছে। সোশ্যাল মিডিয়া খুললেই আমরা এখন কোনো না কোনো ভোজপুরি গান দেখতে পাই। আর সেগুলো দর্শকেরা যে ভালোই পছন্দ করেন তা বোঝা যায় লাইক এবং কমেন্ট দেখে।

সেরকমই একটি ভোজপুরি(Bhojpuri) গান ‘দিলওয়াকে ধড়কন বঢ় জালা’ মুক্তি পেয়েছে। গানটি গেয়েছেন মনু আলবেলা এবং শিল্পী রাজ। আর সেখানে অভিনয় করেছেন মনু আলবেলা নিজেই এবং তার সাথে রয়েছেন ঋতু চৌহান। গানটি শুনলে স্পষ্ট বোঝা যাবে সেটি একটি বলিউড হিন্দি গানের রিমেক।

‘হাম লাখ ছুপায়ে প্যায়ার’ গানটির সুর দিয়ে এই গানটি তৈরি করা হয়েছে। শুধুমাত্র সেখানে কথাগুলি পরিবর্তন করা আছে। তবে শুধু এই প্রথম না এর আগেও বলিউডের একাধিক গানগুলিকে নিজেদের ভাষা দিয়ে লঞ্চ করেছে ভোজপুরি ইন্ডাস্ট্রি। আর সেগুলি বেজায় পছন্দ করেছেন দর্শকেরা।

উল্লেখযোগ্য ভোজপুরি(Bhojpuri) গান মূলত বিভিন্ন রিল তৈরিতে ব্যবহৃত হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি প্রত্যেকেই এখন রিল তৈরি করেন। আর সেই রিলের প্রধান গান হিসেবে দেখা যায় ভোজপুরি গানগুলিকে। এর মাধ্যমে গোটা ভারতে ছড়িয়ে পড়ছে ভোজপুরি গান।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক