Rajpal Yadav: বলি পাড়ার একসময়ের জনপ্রিয় কৌতুক তারকা হিসেবে পরিচিত রাজপাল যাদব। একটি সিনেমা তৈরি করার জন্য তিনি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ৩ কোটি টাকা ধার নেন। আর এই টাকা তিনি সময়ের সঙ্গে সঙ্গে পরিশোধ করেননি৷ সেই টাকা বেড়ে এখন দাঁড়িয়েছে ১১ কোটি। তারপরই তার সম্পত্তি বাজেয়াপ্ত করল রাষ্ট্রায়ত্ত ব্যাংক।
জানা যাচ্ছে, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া রাজপাল যাদবের উত্তর প্রদেশের শাজাহানপুরের কাছারির কাছে অবস্থিত শেঠ এনক্লেলেভ কলোনির বাড়িতে তালা ঝুলিয়েছে। এর কারণ হিসেবে জানা গিয়েছে, তিনি এই ব্যাংক থেকে টাকা লোন নিয়ে তা পরিশোধ করেননি৷ ছবি বানানোর জন্য তিনি ৩ কোটি টাকা ধার নেন। রাজপাল যাদব একটি প্রোডাকশন হাউজ তৈরি করেন।
এই প্রোডাকশন হাউজের নাম দেন শ্রী নড়ং গোদাবরী এন্টারটেইনমেন্ট লিমিটেড। এর পাশাপাশি তিনি তার বাবা মায়ের নামে কাগজ মর্গ রেখে ব্যাংক থেকে টানা ধার নেন। জানা যাচ্ছে, ওই প্রযোজনা সংস্থাটি তিনি তার স্ত্রী-এর নামে করেছেন। রাজপাল যাদব ওই সংস্থায় হয়ে একটি ছবি তৈরি করেন। ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে রাজপাল যাদব, ওম পুরি এবং শাজাহান পুরের স্থানীয়দের।
এদিকে ব্যাংক থেকে লোন নেওয়া টাকা তিনি শোধ করেননি। আর সেরে ৩ কোটি টাকা থেকে ১১ কোটিতে পৌঁছোয়। আর এরপরই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তরফে রাজপাল যাদবের বাড়িতে সিল করা হয়৷ এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি। বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে এমন নোটিশ দেওয়া হয়নি।
আরও পড়ুন,
*RG Kar-Nussrat: ‘এর জন্যই তো বিচার আটকে ছিল’, সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলতেই ট্রোলড নুসরাত