বছরের শেষে আইনি জটিলতায় কৃতি শ্যানন, কিন্তু কেন?

বছরের শেষে আইনি জটিলতায় কৃতি শ্যানন, কিন্তু কেন?

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন, নাম তো অবশ্যই শুনেছেন। চলতি বছরে ‘মিমি’ ছবির জন্য সেরা অভিনেত্রী হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছেন। কৃতির মুকুটে নতুন পালক। শুধু জাতীয় পুরস্কার জয়েই থেমে থাকেননি অভিনেত্রী, চলতি বছরে প্রযোজনার বৃত্তেও পা রেখেছেন অভিনেত্রী কৃতি শ্যানন। তাঁর প্রযোজনা সংস্থার তত্ত্বাবধানে ইতিমধ্যেই প্রথম প্রজেক্টের কাজও শুরু হয়ে গিয়েছে।

পেশাগত দিক থেকে চলতি বছর বেশ সফলের হলেও বছরের শেষে এসে আইনি জটিলতায় জড়ালেন কৃতি। অভিনেত্রীকে নিয়ে নাকি ছাপা হয়েছে একাধিক ভুয়ো খবর। এমন দাবি করে সংশ্লিষ্ট ওয়েবসাইটের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করলেন কৃতি শ্যানন। কিছু দিন ধরে কানাঘুষো শোনা যাচ্ছিল যে, ‘কফি উইথ কর্ণ’-এর চলতি সিজ়নে এসে নাকি একাধিক ট্রেডিং প্ল্যাটফর্মের প্রচার করেছেন কৃতি শ্যানন।

আরও পড়ুন,
*সামনেই বিয়ে অথচ রূপচর্চা হচ্ছে না? ত্বকে গ্লো চান? এই দুই জুস খেতে পারেন
*এই শীতেও ঠান্ডা জলে স্নান করছেন? অজান্তে নিজের কোন ক্ষতি করছেন না’তো

এমন খবর ছড়িয়ে পড়ার পরেই সমাজিক মাধ্যমে নিজের অ্যাকাউন্ট থেকে সব প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী। সাফায়ে কৃতি লেখেছেন, “আমার বিষয়ে একাধিক জায়গায় খবর ছাপা হয়েছে যে আমি নাকি ‘কফি উইথ কর্ণ’-এ গিয়ে ট্রেডিং প্ল্যাটফর্মের প্রচার করেছি। এটা সম্পূর্ণ মিথ্যা খবর। এই খবরগুলো ছাপার পিছনে কোনও অসৎ উদ্দেশ্যই কাজ করছে। আমি এমন কোনও কাজ করিনি।” অভিনেত্রী আরও লিখেছেন, “আমি সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলোকে আইনি নোটিস পাঠিয়েছি এবং যথোপযুক্ত আইনি ব্যবস্থা নিয়েছি। এই ধরনের ভুয়ো খবর থেকে সামলে থাকুন।”

অভিনেত্রী জাহ্নবী কপূরের সঙ্গে ‘কফি উইথ কর্ণ’-এর চলতি সিজ়নে অতিথি হিসাবে আসার কথা কৃতির। যদিও এখনও পর্যন্ত কর্তৃপক্ষ এত জলঘোলা হওয়ায় এ নিয়ে মুখ খোলেনি।

আরও পড়ুন,
*Palmistry: হাতে এই রেখা আছে? নিজের ভাগ্য নিজেই লিখবেন
Asian Para Games: জ্যাভলিনে নিবিশ্ব রেকর্ড ভেঙে ফের সোনা জিতলেন ভারতের সুমিত আন্তিল