Asian Para Games : Sumit AntilSumit Antil

ভারতের অভিজ্ঞ অ্যাথলিট সুমিত আন্তিল (Sumit Antil) জ্যাভলিন থ্রোতে বিশ্ব রেকর্ড ভেঙে সোনা জিতেছেন। এশিয়ান প্যারা গেমসের তৃতীয় দিনে পুরুষদের জ্যাভলিন থ্রো – F64-এর ফাইনালে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে সুমিত আন্তিল(Sumit Antil) এবং পুষ্পেন্দ্র সিং যথাক্রমে সোনা ও ব্রোঞ্জ পদক জিতেছেন। আরও পড়ুন IND vs ENG, ICC world-cup-2023: রোহিত-বিরাটদের সতর্ক করলেন ওয়াসিম আক্রম

Asian Para games
Sumit Antil

৭৩.২৯ মিটার থ্রো করে এশিয়ান প্যারা গেমসের (Asian Para Games) রেকর্ড ভেঙে দিয়েছেন সুমিত আন্তিল (Sumit Antil)। প্যারিসে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ‘৭০.৮৩’ মিটার ছুড়ে সুমিত (Sumit Antil) নিজেই গড়েছিলেন বিশ্বরেকর্ড। এবার আরও ‘৩’ মিটার বেশি ছুড়ে সেই রেকর্ড ভেঙে দিয়ে গড়লেন নতুন রেকর্ড। আরও পড়ুন Palmistry: হস্তুরেখা চিনুন, রইলো উন্নতি ও সমৃদ্ধির পাঁচটি লক্ষণ

এশিয়ান প্যারা গেমস(Asian Para Games) এ বার দারুণভাবে শুরু করেছিল ভারত। প্রথম দিনেই ১৭টি পদক- ৬টি স্বর্ণ, ৬টি রুপো এবং ৫টি ব্রোঞ্জ। এশিয়ান প্যারা গেমসে সবচেয়ে বেশি পদক জেতার তালিকায় ভারত পঞ্চম স্থানে রয়েছে। ভক্তরা আশা করছেন, এই মরশুমে ভারতের মোট ৩০৩ জন ক্রীড়াবিদ এশিয়ান প্যারা গেমসে অংশ নিয়েছেন। এবারে মনে করা হচ্ছে যে এশিয়ান প্যারা গেমসে ভারত পদকের সেঞ্চুরি করবে। আরও পড়ুন, Hair Care: কার্লার, স্ট্রেটনার, হেয়ার ড্রায়ার ব্যবহার করে প্রচুর চুল ঝরছে? কোন নিয়ম মানলে সমস্যার সমাধান হবে?

এ বার ভারত এশিয়ান প্যারা গেমসে(Asian Para Games) ক্রীড়াবিদ ১৯১ জন পুরুষ এবং ১১২ জন মহিলা মোট ৩০৩ জনের একটি দল পাঠিয়েছে, যা এখনও পর্যন্ত সবচেয়ে বড় দল। ২০১৮ এশিয়ান প্যারা গেমসে ভারত ১৯০ জন ক্রীড়াবিদদের একটি দল পাঠিয়েছিল ফলাফল মোট ৭২টি পদক জিতেছিল। যার মধ্যে ১৫টি সোনা ছিল। আরও পড়ুন, Virat Kohli: শ্রেষ্ঠত্বের সংজ্ঞা কি? জানেন না কোহেলি, প্রতিদিন উন্নতি তাঁর একমাত্র লক্ষ্য

Note: ফলো করুন Google News, Instragram, Facebook পেজ।
এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক