খুব শীঘ্রই আরো একটি ওয়েব সিরিজে দেখা যাবে অভিনেত্রী পাওলি দামকে। এই ওয়েব সিরিজটি মূলত নারীকেন্দ্রিক হতে চলেছে। আমরা সকলেই জানি যে বর্তমান সময়ে ওয়েব সিরিজের রমরমা ঠিক কতখানি বেড়ে গিয়েছে। বর্তমানে সিনেমা থেকে ওয়েব সিরিজ দেখতেই বেশি পছন্দ করছেন দর্শকেরা।
আর এই বিষয়টিকে মাথায় রেখেই একাধিক নির্মাতা বিভিন্ন স্বাদের ওয়েব সিরিজ নিয়ে আসেন সকলের জন্য। সেরকমই খুব শীঘ্রই সৌভিক কুন্ডু ‘গুটিপোকা’ নামক একটি ওয়েব সিরিজ আনতে চলেছেন। যেখানে মূলত গার্হস্থ্য হিংসার শিকার হওয়া এক নারীর চরিত্রে দেখা যাবে পাওলিকে, যিনি পেশায় শিক্ষিকা।
সিরিজের গল্প চলবে শিক্ষিকা এবং ছাত্রীর সম্পর্কের প্রেক্ষাপটে। কিন্তু প্রথম দিকে একটু ভীতু স্বভাবের থাকেন পাওলি। তাই ঘরোয়া হিংসার শিকার হয়ে কীভাবে তিনি ঘুরে দাঁড়ান তা নিয়েই চলবে গল্প। এই বিষয়ে একজন জানিয়েছেন, ‘এক জন মহিলার গুটিপোকা থেকে প্রজাপতি হয়ে উড়ানের আখ্যানকে তুলে ধরবে সিরিজ়টি।’
তিনি ছাড়াও এই ওয়েব সিরিজে রয়েছেন একাধিক তারকারা। তার স্বামীর চরিত্রে অভিনয় করবেন সৌরভ চক্রবর্তী। তার ছাত্রীর ভূমিকা দেখা যাবে বিয়াস ধরকে। এছাড়াও রয়েছেন ফাল্গুনী চট্টোপাধ্যায়, শঙ্কর দেবনাথ, বিদীপ্তা চক্রবর্তী, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, শিঞ্জীনি চক্রবর্তী প্রমুখ তারকারা। তবে এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
‘হইচই’এর এই ওয়েব সিরিজটি প্রযোজনার দায়িত্বে রয়েছে ‘অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট।’ যদিও বর্তমানে এটির ওয়ার্কিং টাইটেল ‘গুটিপোকা’, পরে হয়তো এর নাম পরিবর্তন হতে পারে। ইতিমধ্যেই শুরু হয়েছে সিনেমার শ্যুটিং। এমনকি চলতি সপ্তাহেই শ্যুটিং শেষ হয়ে যাবে। তবে এখনো মুক্তির দিন চূড়ান্ত করা হয়নি।
আরও পড়ুন,
*‘ইটজ ইওর গার্ল নোরা’, ভিডিও পোস্ট নোরার
*ছবিটি কোথায় তোলা, কে তুলে দিয়েছিলেন? মনে করতে পারছেন না কাজল