‘ডক্টরেট’ পেলেন অভিনেত্রী দেবলীনা কুমার! সম্প্রতি সেই সুখবর তিনি ভাগ করে নিয়েছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। একদিকে তিনি যেমন জনপ্রিয় অভিনেত্রী, সাথে তার বাবা আবার তৃণমূলের বড়ো নেতা অন্যদিকে তিনি উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়ের স্ত্রী। সবমিলিয়ে মাঝেমধ্যেই লাইমলাইটে উঠে আসেন তিনি।
সম্প্রতি এবার তার অর্জনের কথা তিনি জানিয়েছেন সকলকে। লিখেছেন, ‘অবশেষে ডক্টর উপাধি হাতে পেলাম। এবার লিখতে পারবো ডঃ দেবলীনা কুমার। আমি রবীন্দ্রনাথের নৃত্যধারার একজন গর্বিত গবেষক। সত্যিই আনন্দের মুহূর্ত। এই অনুভূতি আমাকে আরও নম্র করেছে। সর্বশক্তিমানের কাছে সত্যিই কৃতজ্ঞ ও ঋণী। আমি শুধু আপনাদের শুভেচ্ছা চাই, এবং তাই এই পোস্ট।’
তার এই পোস্ট করা মাত্র সেখানে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে তুলেছেন টলিউডের বন্ধুবান্ধবদের পাশাপাশি তার অনুরাগীরা। স্বামী গৌরব লিখেছেন, ‘তোমার জন্য আমি ভীষণ গর্বিত।’ মিমি চক্রবর্তী থেকে শুরু করে শ্রীতমা, দেবচন্দ্রিমা সকলেই তাকে কিছু না কিছু লিখে শুভেচ্ছা জানিয়েছেন। আসলে এই অর্জন ভীষণই গৌরবের।
ইতিমধ্যে বেশ কিছু সিনেমায় কাজ করে ফেলেছেন তিনি। এছাড়াও তিনি নাচে বেশ সক্রিয়। বিভিন্ন নাচের অনুষ্ঠান এমনকি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও তার নাচের ভিডিও পোস্ট করেন তিনি। শুধু তাই নয় তিনি ফিটনেস সম্পর্কেও বেশ সচেতন। মাঝেমধ্যে জিম থেকে একাধিক ছবি তিনি ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়।
অন্যদিকে যেহেতু তার বাবা রাজনীতির সাথে যুক্ত, তাই তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি রাজনীতিতে আসতে চান কিনা? তবে তিনি এই বিষয়ে বলেন, ‘রাজনীতি ২৪ ঘন্টার পেশা আমার কাছে। আমি এতোদিন পর্যন্ত বাবাকে কখনো বাড়িতে দেখিনি। তাই আমি মনে করি যদি আমি তাকে সম্পূর্ণ সময় দিতে পারি তবেই আমি সেখানে যাবো তাছাড়া নয়।’
আরও পড়ুন,
*শুক্রবারে ‘মা লক্ষ্মী’কে সন্তুষ্ট করুন এই ভাবে, টাকার বৃষ্টি হবে
*কালো লেহেঙ্গায় যেন অপ্সরা বজরঙ্গী ভাইজানের ছোট্ট মেয়ে মুন্নি! ইদে কী লিখলেন হর্ষালি?