দীর্ঘদিনের সম্পর্ক পরিণতি পেলো! ২২ শে জানুয়ারী সোমবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ছোটপর্দার জনপ্রিয় জুটি রুম্পা দাস এবং অর্ণব চৌধুরী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাগ করেছেন অভিনেত্রী। টলিপাড়ায় চলছে বিয়ের মরশুম। ইতিমধ্যেই একাধিক তারকারা গাঁটছড়া বেঁধেছেন। সেই তালিকাতেই এবার নাম লেখালেন এই দু’জন। বর্তমানে ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে ‘তুতুল’এর চরিত্রে অভিনয় করছেন রুম্পা।
অন্যদিকে অপর একটি ধারাবাহিককে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অর্ণবকে। ১২ বছর ধরে সম্পর্কে আবদ্ধ রয়েছেন তারা। তবে কখনোই সেই সম্পর্ককে গোপন করেননি। তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই মিলতো একাধিক ছবি। কিছুদিন আগে প্রি-ওয়েডিং ফটোশ্যুটেও দেখা গিয়েছে তাদের। যদিও তখন বিয়ের তারিখ প্রকাশ্যে আনেননি। অবশেষে বিয়ের ছবি পোস্ট করে সকলকে চমকে দিলেন তারা।
আরও পড়ুন,
*Ayodhya: অযোধ্যা যাবেন রামলালার দর্শনে? জেনে নিন কখন, কীভাবে যাবেন
*মেনুতে ভেটকি মাছ থেকে মটন বিরিয়ানি, সাত পাকে বাঁধা পড়লেন ‘বল্লভপুরের রূপকথা’ খ্যাত সত্যম, ভাইরাল নবদম্পতির বিয়ের ছবি
রুম্পার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে অর্ণবের হাতের উপর রয়েছে তার হাত। আর তার হাতে রয়েছে রূপোর সিঁদুরকৌটো, হাতে শাঁখা-পলা, অর্ণবের নামের মেহেন্দি। এখনো পর্যন্ত বিয়ের লুক প্রকাশ্যে আনেননি এই জুটি।
যদিও ছবি দেখে স্পষ্ট লাল বেনারসীতেই সেজে উঠেছিলেন রুম্পা। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘যদিদং হৃদয়ং তব, তদিদং হৃদয়ং মম’। ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছাবার্তায় ভরিয়ে তুলেছেন অন্যান্য সহকর্মীরা।
অন্যদিকে অভিনেত্রী জানিয়েছেন যেহেতু তারা দু’জনেই শিবভক্ত তাই তাদের ইচ্ছে ছিলো কেদারনাথ মন্দিরে গিয়ে বিয়ে করার। তবে বাবা-মায়ের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে সেই পরিকল্পনার বাস্তবায়ন হয়নি। যদিও তিনি জোর দিয়ে জানিয়েছেন বর তাকে অবশ্যই সেখানে নিয়ে যাবেন।
আরও পড়ুন,
*শীতে কেন ঝুঁকি বাড়ে মাইগ্রেনের? সুস্থ থাকতে করতে হবে কী?
*মর্মান্তিক! মোবাইলে কার্টুন দেখাই হল কাল, হার্ট অ্যাটাকে মৃত্যু ৫ বছরের শিশুকন্যার!