Ravindra Jadeja: স্ত্রী’র ইন্ধনেই নাকি পরিবার ছেড়েছেন জনপ্রিয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা! তার বিরুদ্ধে এমনি বিস্ফোরক মন্তব্য করলেন বাবা অনিরুদ্ধ সিং জাদেজা। যেই তথ্য উঠে আসতেই তোলপাড় গোটা ভক্তমহল। তবে এই বিষয়ে মুখ খুলেছেন ওই ক্রিকেটারও।
তার বাবা সংবাদমাধ্যমের কাছে বলেন, ‘আমাদের সাথে আমার ছেলে এবং পুত্রবধূর কোনো সম্পর্ক নেই। গত এক বছর ওরা আমাদের বাড়িতে আসেনা, আমরাও যাই না। আমি জানি না আমার ছেলের বউ ওর উপর কী জাদু করেছে। আগে যদিও ফোন করতো, এখন তাও করেনা।’
আরও পড়ুন,
*Mrunal Thakur: ‘একটুও ‘সেক্সি’ দেখতে নন’, শরীর নিয়ে কটাক্ষের পালটা জবাবে পরিচালকে কী বলেন ‘সীতা রামাম’ খ্যাত ম্রুনাল
*Mishmee Das: খোলা পিঠ, টলিপাড়ার খলনায়িকা মিশমির বোল্ড লুক দেখে ক্ষুব্ধ অনুরাগীরা
একইসাথে তিনিও বলেন, ‘আমি এই মুহূর্তে একাই জামনগরে থাকি। এই শহরে রবীন্দ্র ওর পরিবারকে নিয়ে আলাদা একটি বাংলোতে থাকে। আমাদের কোনো যোগাযোগ নেই। সবই হয়েছে ওর বউয়ের জন্য। আমি কত কষ্ট করে ছেলেকে মানুষ করেছি সেটা সারা দেশ জানে। বিয়ের পর যে এতো বদলে যাবে কোনোদিনও ভাবিনি। আমি না হয় ঠিক আছি। কিন্তু ও মায়ের সাথেও কথা বলে না।’
তবে এসব শুনে চুপ থাকেননি রবীন্দ্র। গুজরাটি ভাষায় ট্যুইট করে বলেন, ‘এই সাক্ষাৎকারকে একেবারেই পাত্তা দেবেন না। এটা একটা তৈরি করা সাক্ষাৎকার। আমার এবং রিভাবার ভাবমূর্তি নষ্ট করার জন্যই এটা তৈরি করা হয়েছে। আমিও অনেক কিছু বলতে পারি, কিন্তু পরিবারের সম্মানের কথা ভেবে চুপ থাকি।’
অন্যদিকে তার বাবা তার স্ত্রী’র বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ এনেছিলেন। তিনি জানিয়েছিলেন বিয়ের তিন মাসের মধ্যেই নাকি রিভাবা তার সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার জন্য দাবী জানান। সেখান থেকেই শুরু হয় ঝামেলা। এরপরই তিনি স্বামীকে নিয়ে আলাদা স্বাধীনভাবে রয়েছেন।
আরও পড়ুন,
*গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশের নুসরত ফারিয়া, কেমন আছেন অভিনেত্রী?
*Sayantika Banerjee: ‘ভ্যালেন্টাইনস্ ডে’ নিয়ে পোস্ট করতেই ট্রোলের মুখে সাংসদ ও অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী! কি এমন পোস্ট করলেন তিনি?