সময়ের সাথে সাথে মানুষের কাছে সম্পর্কের সংজ্ঞা বদলেছে। বিয়ের আগে সঙ্গীকে জেনে বুঝে নেওয়ার জন্য লিভ-ইন সম্পর্কে থাকতে আগ্রহ প্রকাশ করছেন অনেক তারকাই। ‘অনুরাগের ছোঁয়া’র সূর্য অর্থাৎ দিব্যজ্যোতি দত্তকে এই বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল বিয়ে নাকি লিভ-ইন কোনটি বেশি পছন্দ এই অভিনেতার?
দীর্ঘ সময় ধরে এই অভিনেতার সাথে নাম জড়িয়েছে একাধিক টেলি অভিনেত্রীর। যদিও নিজেকে তিনি সিঙ্গেল বলেই দাবী করেন। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি লিভ-ইন’এর থেকে বিয়েকেই বেশি প্রাধান্য দিয়েছেন। বলেছেন, ‘আমাদের তো শাস্ত্রমতে অনেক রকম বিয়ে হয়। আসল হলো দুটো মানুষের বোঝাপড়া। একে-অপরের কাছে আত্মসমর্পণ করা।’
পাশাপাশি তিনি এও বলেন, ‘আমার ক্ষেত্রে হয়তো বিয়েটাই হবে। কিন্তু লিভ-ইনও হয়ে যেতে পারে। এখন বলা খুব মুশকিল। অনেক দূরের ব্যাপার। আর লিভ-ইনটা তো গান্ধর্ব মতে বিয়েই। দুটো মনের মিলনই সব। বিয়ে মানে একটা অথোরাইজেশন। অনেকে লিভ-ইনে সঙ্গীকে ঠকায়। আমার ভাই প্রারোদ্ধি আর অস্মিতা চক্রবর্তী দীর্ঘদিন ধরে লিভ ইন করছে। ওরা একে-অপরের প্রতি খুব সৎ।’
আরও পড়ুন,
*কালো লেহেঙ্গায় যেন অপ্সরা বজরঙ্গী ভাইজানের ছোট্ট মেয়ে মুন্নি! ইদে কী লিখলেন হর্ষালি?
অন্যদিকে তাকে আরও বলতে জানা যায় যে তিনি ভীষণই ঈশ্বর বিশ্বাসী। তিনি জানান, ‘আমার মা খুবই আধ্যাত্মিক। মায়ের থেকে আমি এই বৈশিষ্ট্য পেয়েছি। আমাদের বাড়িতে মা লক্ষ্মীর পুজো হয়। গোপাল, মহাদেবের পুজো হয়। মাকে দেখেছি ঠাকুরের সেবা করতে। তাই আমার জীবনেও সেটি প্রভাব ফেলেছে।’
উল্লেখযোগ্য, কলেজে পড়াকালীন সময় তিনি কাজ পেয়েছিলেন ‘জয়ী’ ধারাবাহিকে। সেই সময় তিনি পড়তেন ইতিহাসে অনার্স নিয়ে। শেষ পর্যন্ত আর স্নাতক ডিগ্রী পাওয়া হয়নি। যদিও বর্তমানে তিনি নিউট্রেশনে ডিপ্লোমা করছেন। অন্যদিকে তার ধারাবাহিককে ভীষণ ভালোবাসা দিয়ে চলেছেন দর্শকেরা।
আরও পড়ুন,
*বুধ মেষ রাশিতে অস্ত গেছে, উঠবে ১লা মে, কর্মে জটিলতা ৫ রাশির
*সকলকে নীল ষষ্ঠীর শুভেচ্ছা : কাঞ্চন মল্লিক