Web Series: টান টান উত্তেজনা এমএক্স প্লেয়ার’এর এই ওয়েব সিরিজ

By BB Apr30,2024 #MX Player #Web Series
Shiksha Mandal MX Player web series trailerWeb Series: টান টান উত্তেজনা এমএক্স প্লেয়ার'এর এই ওয়েব সিরিজ

Web Series: বর্তমান সময়ে সিনেমার থেকে ওয়েব সিরিজ দেখতেই বেশি পছন্দ করছেন দর্শকেরা। যেই বিষয়টি মাথায় রেখে ইতিমধ্যেই নির্মাতারা একাধিক স্বাদের ওয়েব সিরিজ নিয়ে এসেছেন সকলের জন্য। এগুলোর মধ্যে এমন অনেক সিরিজ রয়েছে যেগুলি বাস্তব কাহিনী দিয়ে তৈরি হয়েছে।

কয়েকমাস আগে সেরকমই একটি সিরিজ নিয়ে আসা হয়েছে ‘এমএক্স প্লেয়ার’এ। যেখানে দেখানো হয়েছে দেশের অন্যতম এডুকেশন স্ক্যাম। হয়তো অনেকেই জানেন ভোপালের শিক্ষাক্ষেত্রে ভয়ঙ্কর স্ক্যাম হয়েছিল। সেটি নিয়েই তৈরি হয়েছে ‘শিক্ষা মন্ডল’ নামক এই ওয়েব সিরিজ।

ভোপালের মূলত মেডিকেল এন্ট্রান্স’এর স্ক্যাম হয়েছিল একবার। সেই নিয়ে তৈরি হয়েছে গল্প। যার ট্রেলারে দেখানো হয় একটি কোচিং সেন্টারের মালিক দেখেন তার বোন পরীক্ষার দিন অনুপস্থিত থাকে এবং তাকে খুঁজে পাওয়া যায় না। সমান্তরালভাবে ওই শহরে ঘটে যাওয়া একাধিক অপরাধের বিরুদ্ধে তদন্তের ভার দেওয়া হয় এসপি অনুরাধাকে।

follow Sangbad Bhavan on google news

তদন্ত করতে গিয়ে সে দেখে ভোপালের একাধিক ছাত্রছাত্রীরা ব্ল্যাকমেল, কিডন্যাপ এবং মার্ডারের শিকার হয়েছে। আর সেখানে কিছু ক্ষমতাশালী ব্যক্তি জড়িয়ে রয়েছেন। সেই সমস্ত সত্যি সে উদঘাটন করতে পারে কিনা সেই নিয়েই এগোবে সিরিজের কাহিনী। এসপি অনুরাধার চরিত্রে অভিনয় করছেন গৌহর খান।

এবং অন্যান্য চরিত্রে রয়েছেন পবনরাজ মালহোত্রা, গুলশান দেবাইয়া প্রমুখ। এটি মূলত একটি ‘এমএক্স প্লেয়ার’এর অরিজিনাল সিরিজ। যা দেখতে চাইলে এই প্ল্যাটফর্মে দেখতে হবে। ইতিমধ্যেই সেটি তুমুল জনপ্রিয়তা লাভ করেছে দর্শকমহলে।

আরও পড়ুন,
*Web Series: সবচেয়ে সাহসী এমএক্স প্লেয়ারের এই ওয়েব সিরিজ, ঘরের দরজা বন্ধ করে দেখুন
*Web Series: শীঘ্রই ‘উল্লু’তে আরও একটি ওয়েব সিরিজ ‘কর্পোরেট পার্ট ২’

Disclaimer: Sangbad Bhavan -এ উল্লেখিত তথ্য বিভিন্ন নিউজ পোর্টাল / অনলাইনে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে লেখা, শুধুমাত্র তথ্য গ্রহণের জন্য। কোন বিশেষ সিদ্ধান্ত পৌঁছানোর পূর্বে আপনার শুভ চিন্তকের সঙ্গে পরামর্শ করে নেবেন। Note: ভিডিও খবর পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ ভবন YouTube পেজ। ফলো করুন Google News, Instragram, Facebook পেজ।

By BB

Related Post

এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক