Web Series: সুন্দরী বৌদিকে কুপ্রস্তাব দেওরের! মুক্তি পেল ‘ডেভিল-পার্ট ২’র ট্রেলার

By BB May1,2024 #Devil #ULLU #Web Series
Ullu Web series Devil part 2 trailerWeb Series: সুন্দরী বৌদিকে কুপ্রস্তাব দেওরের! মুক্তি পেল 'ডেভিল-পার্ট ২'র ট্রেলার

‘উল্লু'(ULLU) প্ল্যাটফর্মে এর আগেই মুক্তি পেয়েছে ভরপুর উত্তেজনায় পূর্ণ একটি ওয়েব সিরিজ ‘ডেভিল -পার্ট ১’। আর সম্প্রতি প্রকাশ্যে এলো ‘ডেভিল – পার্ট ২’ -এর ট্রেলার। এই ওয়েব সিরিজটি জে বেশ উত্তেজনা পূর্ণ হবে সেটাই সভাবিক।

‘ডেভিল – পার্ট ১’ রহস্য, রোমাঞ্চে মোরা বেশ উত্তেজনাপূর্ণ ওয়েব সিরিজ যা দর্শকদের মনে ধরেছে। তাইতো তাঁদের জন্য এবার এই সিরিজের দ্বিতীয় পার্ট নিয়ে এলো ‘উল্লু’। ইতি মধ্যে প্রকাশ্যে আসা ‘ডেভিল – পার্ট ২’ -এ দেখা যাচ্ছে দেওর বৌদির সম্পর্ক।

দেওর একটি মেয়েকে মনে মনে ভালোবাসে, সে কথা তার বৌদিকে জানায় কিন্তু মেয়েটির নাম জানায় না। তবে দেওরের প্রমিকার নাম তার কাছে খুব বেশি সময় গোপন থাকে না। ডাইরিতে একটি ছবি ছিল দেওরের প্রেমিকার সেই ছবিটি বৌদির হাতে পরে যায়। ছবি দেখে আঁতকে ওঠেন বৌদি। আসলে ওই ছবি অন্য কারো নয়। তারই ছবি অর্থৎ দেওর তাকেই ভালোবাসে। সেই সময় দেওর সেখানে উপস্থিত হয়। বৌদি দেওরকে সাবধান করে এটা তার ভালোবাসা নয়।

follow Sangbad Bhavan on google news

কিন্তু এর পর কি বৌদি দেওরের কু প্রস্তাবে সারা দেবে? তা জানতে হলে আপনাকে অবশ্যই এই ওয়েব সিরিজটি সম্পূর্ণ দেখতে হবে। আর এই সিরিজটি দেখতে হলে আপনাকে উল্লুর সবক্রিপশন নিতে হবে। তবে আপনি চাইলে ট্রেলারটি নিচে দেওয়া লিংকে দেখে নিতে পারেন

আরও পড়ুন,
*Web Series: টান টান উত্তেজনা এমএক্স প্লেয়ার’এর এই ওয়েব সিরিজ
*Monami Ghosh: গরমের তপ্ত দুপুরে ‘সুপার হট’ লুকে মোহময়ী মনামী

Disclaimer: Sangbad Bhavan -এ উল্লেখিত তথ্য বিভিন্ন নিউজ পোর্টাল / অনলাইনে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে লেখা, শুধুমাত্র তথ্য গ্রহণের জন্য। কোন বিশেষ সিদ্ধান্ত পৌঁছানোর পূর্বে আপনার শুভ চিন্তকের সঙ্গে পরামর্শ করে নেবেন। Note: ভিডিও খবর পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ ভবন YouTube পেজ। ফলো করুন Google News, Instragram, Facebook পেজ।

By BB

Related Post

এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক