গতকাল ছিল হোলি। বসন্তের আগমনে রঙের উৎসব। বসন্ত মানেই রুক্ষ পাতা ঝরে গিয়ে নতুন পাতার জন্ম। আর এর ফলে গোটা প্রকৃতি সেজে ওঠে নতুনভাবে। আর এই সময়ই হোলি কিংবা বাঙালির দোল উৎসব পালিত হয়। তাই রঙের উৎসবে সামিল হল গোটা দেশ। গতকাল সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ কেউই বাদ যায়নি।
হোলিতে এবার বলিউডকেও রীতিমতো জমিয়ে সেলিব্রেট করতে দেখা গিয়েছে। তার মধ্যে রয়েছেন অবশ্যই বড়ে মিঁয়া ও ছোটে মিঁয়া। আর তারা হলেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। সম্প্রতি মুক্তি পেতে চলেছে তাদের নতুন সিনেমা ‘বড়ে মিঁয়া ছোটে মিঁয়া’। আর এই ছবিতে ‘বড়ে মিঁয়া’ হলেন অক্ষয় কুমার এবং ‘ছোটে মিঁয়া’ হলেন টাইগার শ্রফ।
তারা এবার ছবির প্রচার করলেন এক নতুন পন্থায়। হোলির দিন তারা একে অন্যের সঙ্গে মজা করে দারুণ উপভোগ করেছেন৷ তাদের সেই মজাদার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়েছে। তাদের মজার ভিডিও দেখে হেসে লুটোপুটি খেয়েছে নেট দুনিয়ার মানুষ। রীতিমতো ভাইরাল সেই ভিডিও।
ভিডিওটি পোস্ট করার আগে ক্যাপশনে লেখা হয়েছে, “খারাপ ভাবে নিও না। হোলি হ্যায়। সবাইকে জানাই দোলের শুভেচ্ছা।” তেমনি সকলে ভিডিওটি হালকাভাবে নিয়েছেন। তবে শুধু অক্ষয় কুমার ও টাইগার শ্রফ নয়, বলি পাড়ার প্রায় সকলেই রঙের উৎসবে মেতে উঠেছিলেন।