Premium: জাতীয় দলের হয়ে বিদেশ সফরে ড্রাইভারের মেয়ে অমৃতা Sangbad Bhavan
Premium: এবার ভারতের হয়ে নেপাল, ভুটান, বাংলাদেশের সঙ্গে টুর্নামেন্ট খেলতে মাঠে নামল জাতীয় অনূর্ধ্ব ১৭ মহিলা দল।
অমৃতার বাড়ি কোথায়?

এই দলে সুযোগ পেলো বাংলার মেয়ে। জানা যাচ্ছে, আরামবাগের মেয়ে অমৃতা ঘোষ এই দলে সুযোগ পেয়েছেন।
এই দলে অংশগ্রহণকারীদের কাদের কাদের নেওয়া হবে তাদের বাছাই করার জন্য এতদিন গোয়ায় দীর্ঘ দেড় মাসের অনুশীলন চলে। আর সেখান থেকে অমৃতাকেও নেওয়া হয়েছে ওই দলে।