এবার বড়োপর্দার রামকে নিয়ে মুখ খুললেন ছোটপর্দার রাম অরুণ গোভিল। আমরা সকলেই জানি যে একসময় ‘রামায়ণ’ ধারাবাহিকে রামের চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন অরুণ গোভিল। আর এবার খুব শীঘ্রই নীতেশ তিওয়ারির হাত ধরে আসতে চলেছে ‘রামায়ণ’।
বড়োপর্দার এই রামায়ণে রামের চরিত্রে দেখা যাবে রনবীর কাপুরকে। রাম হিসেবে রনবীরকে কেমন লাগছে অরুণের? এই প্রশ্নই করা হয়েছিল তাকে। উত্তরে তিনি বলেন, ‘রামের সেই ইমেজ তৈরি করতে পারবেন কিনা তা একমাত্র সময় বলবে। আগে থেকে তো কিছু বলা যায় না। তবে আমি যেটুকু জানি উনি ভালো একজন অভিনেতা।’
পাশাপাশি তিনি এও বলেন যে রনবীরের মধ্যে মূল্যবোধ, সংস্কৃতি, নৈতিকতা সবই রয়েছে। তিনি একজন সংস্কৃতিমনা মানুষ। তাই তিনি নিজের সেরাটুকু দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি তার আরও সংযোজন, ‘রাম হিসেবে যদি জনপ্রিয়তার কথায় আসি তাহলে বলবো আগে থেকে কিছু বলা যায় না সবই সময়ের ওপর।’
উল্লেখযোগ্য, একসময় ‘রামায়ণ’ ধারাবাহিক ছিল সকলের প্রিয়। প্রতিদিন ‘রামায়ণ’ দেখতে টেলিভিশনের সামনে বসে যেতেন বাচ্চা থেকে বয়স্ক সকলেই। আর এবার খুব শীঘ্রই বড়োপর্দায় ‘রামায়ণ’ আনতে চলেছেন পরিচালক নীতেশ তিওয়ারি। সেখানে রামের চরিত্রে দেখা যাবে রনবীরকে।
সীতা হিসেবে সেখানে থাকবেন দক্ষিণের অভিনেত্রী সাই পল্লবী। আরো জানা গিয়েছে রাবণের ভূমিকায় অভিনয় করবেন দক্ষিণের অভিনেতা যশ। হনুমান হিসেবে থাকতে পারেন সানি দেওল। কৈকেয়ী ও সূর্পণখার চরিত্রতে দেখা মিলবে লারা দত্ত এবং রকুলপ্রীত সিংকে। শোনা যাচ্ছে খুব সম্ভবত কুম্ভকর্ণের চরিত্র করবেন ববি দেওল।