'

Moto Edge 50 Pro 5G: AI ফোন এনে সকলকে চমকে দিলো Moto, জানুন ফিচার, দাম কত?

By BB Apr4,2024
Moto Edge 50 Pro 5G Feature and Price in IndiaMoto Edge 50 Pro 5G: AI ফোন এনে সকলকে চমকে দিলো Moto, জানুন ফিচার, দাম কত?

সম্প্রতি এবার AI বা কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ফোন এনে সকলকে চমকে দিলো Motorola। বর্তমান সময়ে AI এর রমরমা ঠিক কতখানি বেড়ে গিয়েছে তা আমরা সকলেই জানি। ইতিমধ্যেই বেশ কিছু সংস্থা এরকম ফোন বাজারে লঞ্চ করেছে। সে তালিকাতেই নাম লিখিয়েছে Motorola। সম্প্রতি তারা ভারতীয় বাজারে ‘Moto Edge 50 Pro 5G’ নামক স্মার্টফোন লঞ্চ করেছে।

Moto Edge 50 Pro 5G Features

আসুন তাহলে এই ফোনের ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক-

এই ফোনটিতে একটি 6.7 ইঞ্চি 1.5k রেজোলিউশনযুক্ত pOLED ডিসপ্লে। যা 2000 nits সর্বোচ্চ ব্রাইটনেস দেয়। আপনাদের জানিয়ে রাখা ভালো এটি বিশ্বের প্রথম স্মার্টফোন যেখানে 1.5k রেজোলিউশন পাবেন। এছাড়া এটি 144 Hz রিফ্রেশরেট সাপোর্ট করে।

এতে আপনি AI চালিত ক্যামেরার ফিচার পাবেন। যেমন অটো ফোকাস ট্র্যাকিং, AI অ্যাডাপটিভ স্ট্যাবিলাইজেশন, AI ফটো এনহ্যান্সমেন্ট ইঞ্জিন, টিল্ট মোড ইত্যাদি।

পাওয়ার ব্যাকআপ সামলাতে এতে 4500 mAh ব্যাটারী দেওয়া হয়েছে। যা 125 ওয়াট ওয়্যার্ড এবং 50 ওয়াট ওয়্যারলেস দ্রুত চার্জিং সাপোর্ট করে।

Moto Edge 50 Pro 5G Price in India

256 জিবি স্টোরেজ (68 ওয়াট চার্জার) + 8 জিবি র‍্যাম- 29,999 টাকা।

256 জিবি স্টোরেজ (125 ওয়াট চার্জার) + 12 জিবি র‍্যাম- 33,999 টাকা।

আরও পড়ুন,
*Realme 12X 5G: ভারতের বাজারে হাজির নেয়া স্মার্টফোন রিয়েলমি ১২এক্স ৫জি, জানুন ফিচার, দাম কত?
*Lenovo Tablet: দাম কুড়ি হাজারের নিচে! ভারতে লঞ্চ হয়েছে Lenovo Tab M11
*বাইরে বেরোলেই মুক্তি.., হঠাৎ এক্থা কেন লিখলেন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি?

Disclaimer: Sangbad Bhavan -এ উল্লেখিত তথ্য বিভিন্ন নিউজ পোর্টাল / অনলাইনে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে লেখা, শুধুমাত্র তথ্য গ্রহণের জন্য। কোন বিশেষ সিদ্ধান্ত পৌঁছানোর পূর্বে আপনার শুভ চিন্তকের সঙ্গে পরামর্শ করে নেবেন। Note: ভিডিও খবর পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ ভবন YouTube পেজ। ফলো করুন Google News, Instragram, Facebook পেজ।

By BB

Related Post

5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক