Short Film: সুন্দরী সেক্রেটারি থেকে কোম্পানির এমডি! রিলিজ হল এই সিরিজ

By BB May4,2024 #Short Film
ULLU Short Film Corporate part 2সুন্দরী সেক্রেটারি থেকে কোম্পানির এমডি! রিলিজ হল এই সিরিজ

Short Film: সম্প্রতি ‘উল্লু’তে মুক্তি পেয়েছে তাদের নতুন ওয়েব সিরিজ ‘কর্পোরেট পার্ট-টু।’ যেটি দেখতে চাইলে আপনাদের উল্লু সাবস্ক্রিপশন নিতে হবে। এই সিরিজটিতে মূলত ক্ষমতার লড়াই দেখানো হয়েছে। একটি কোম্পানিতে উঁচু পদলাভের জন্য সেখানে কী কীপরিকল্পনা এবং ষড়যন্ত্র চলে সেই নিয়েই এগোবে এই গল্প।

মূল গল্পতে দেখানো হয় মুকেশ নামক এক ব্যক্তির বড়ো কোম্পানি থাকে। সেখানেই রুবি নামক এক মহিলাকে একটি পদ দেন তিনি। অন্যদিকে তার ছেলে সিদ্ধার্থর কোম্পানিতে কোনো মন থাকে না। ফলস্বরূপ তাকে সমস্ত প্রোজেক্ট থেকে বাদ দিয়ে তৃষা নামক সেক্রেটারিকে সেই প্রোজেক্ট দিয়ে দেন মুকেশ।

এখানেই শেষ নয় কোম্পানির এমডি বানিয়ে দেন তার সেক্রেটারিকে। তবে এই বিষয়টি মেনে নিতে পারে না তার ছেলে সিদ্ধার্থ। তাইতো সেখান থেকে সে চলে যায়। অন্যদিকে রুবি নামক ওই মহিলা মুকেশকে বলেন সিদ্ধার্থ তার ছেলে তাই তার খারাপ লেগেছে।

follow Sangbad Bhavan on google news

তবে উত্তরে মুকেশ বলেন তার ছেলেকে তার মতো কঠোর পরিশ্রম করে নিজের জায়গা নিজেকেই অর্জন করতে হবে। পাশাপাশি রুবি তাকে প্রশ্ন করেন মুকেশ তার সাথে কফি ডেটে যেতে চান না কেন। উত্তরে তিনি বলেন কফি ডেটে মানুষ যায় অচেনা মানুষের সাথে।

এখানেই শেষ নয় রুবি তাকে আরও জিজ্ঞেস করেন তিনি তাকে পছন্দ করেন কিনা? আর এর উত্তর পেতে হলে আপনাকে সমস্ত এপিসোডগুলি দেখতে হবে উল্লু’তে। তবে তার আগে অবশ্যই উল্লু’র সাবস্ক্রিপশন লাগবে।

আরও পড়ুন,
*Web Series: উষ্ণতায় ভরা উল্লুর এই সিরিজ রাতের ঘুম উড়িয়ে দেবে, ভুলেও কারো সামনে দেখবেন না
*Short Film: বিধবা বউয়ের সাথে পরকীয়ার সম্পর্কে যুবক, স্বল্প সময়ের এই সিনেমা ভুলেও দেখবেন না পরিবারের সামনে

Disclaimer: Sangbad Bhavan -এ উল্লেখিত তথ্য বিভিন্ন নিউজ পোর্টাল / অনলাইনে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে লেখা, শুধুমাত্র তথ্য গ্রহণের জন্য। কোন বিশেষ সিদ্ধান্ত পৌঁছানোর পূর্বে আপনার শুভ চিন্তকের সঙ্গে পরামর্শ করে নেবেন। Note: ভিডিও খবর পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ ভবন YouTube পেজ। ফলো করুন Google News, Instragram, Facebook পেজ।

By BB

Related Post

এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক