Dadagiri 10: এবার ‘দাদাগিরি’র মঞ্চে সৌরভের মুখে শোনা গেলো ‘বাঙাল’ ভাষা! যা শুনে বেশ মজা পেয়েছেন দর্শকেরা। আসলে ‘দাদাগিরি’র মঞ্চে নিত্যদিন কোনো না কোনো চমক থাকে সকলের জন্য। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রতিযোগীরা উঠে আসেন তাদের নানান কাহিনী নিয়ে।
আবার কখনো কখনো কোনো সেলিব্রিটিদের নিয়েও বিশেষ পর্ব অনুষ্ঠিত হয়। সেরকমই একটি পর্বে প্রতিযোগী হিসেবে হাজির হয়েছিলেন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় RJ প্রিয়াঙ্কা সরকার। এই নামটি কমবেশি সকলেই শুনে থাকবেন। মূলত বাঙাল ভাষায় বিভিন্ন কনটেন্ট তৈরি করতে দেখা যায় তাকে।
সেদিন তিনি অনুরোধ করেছিলেন সৌরভকে বাঙাল ভাষায় কয়েকটা কথা বলার জন্য। তিন হাতজোড় করে বলেন, ‘আমার একটা অনুরোধ আছে। যেমন তুমি দেখলে আমি বাঙাল ভাষায় কথা বলি। অবশ্য শিলিগুড়ির ভাষাটাই এরকম। অনেকেই আমাকে জিজ্ঞেস করে বাংলাদেশ থেকে এসছি কিনা, আমি বলি শিলিগুড়ির ভাষাই এরকম।’
এরপরেই দাদাকে তিনি প্রশ্ন করেন, ‘কখনো কি তুমি বাঙাল ভাষায় কথা বলেছো?’ উত্তরে দাদা বলেন, ‘খুবই কম।’ তখন প্রিয়াঙ্কা বলেন, ‘আমি তোমাকে কয়েকটা শব্দ বলছি যেটা বাঙাল ভাষায় খুবই জনপ্রিয়। সেটা কি তুমি বলতে পারবে? যেমন আমরা বলি ফাটায় দিসে।’ সৌরভ বলেন, ‘হ্যাঁ ফাটায় দিসে। চারজনই ফাটায় দিসে।’
যা শুনে সকলেই হেসে ফেলেন। আসলে যেহেতু সৌরভ ঘটি পরিবারে জন্মগ্রহণ করেছেন। তাই তার মুখে বাঙাল কথা শুনে ভীষণই মজা পেয়েছেন সকলে। এই ভিডিও উঠে আসতেই সোশ্যাল মিলিয়ে তুমুল ভাইরাল। এমনকি অনেকে তার মুখে এমন কথা আরও শোনার জন্য অনুরোধ জানিয়েছেন।
আরও পড়ুন,
*Dadagiri 10: ‘আমার ৪২, শশুরমশাই ৩৯’, প্রতিযোগীর বিয়ের গল্প শুনে হেসে লুটোপুটি সৌরভ গাঙ্গুলী
*Dadagiri 10: খরচ কম হয়…! সুতির শাড়ি বিক্রি করে বছরে আয় ৬০ কোটি বঙ্গতনয়ার, অবাক সৌরভ