Tithi Basu: ‘মা’ ধারাবাহিকের সেই ছোট্ট ঝিলিক এর ক্থা নিশ্চয়ই মনে আছে? এই চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন শিশুশিল্পী তিথি বসু( Tithi Basu)। ধারাবাহিক শেষ হওয়ার এত বছর পরেও তাঁকে ঝিলিক নামেই মনে রেখেছে ভক্তরা।
সম্প্রতি শোনা যাচ্ছে, সেই অভিনেত্রীই নাকি এবার শীতে চুপিসারে সাত পাকে বাঁধা পড়েছেন! এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে সেই ছোট্ট ঝিলিক। ইন্টারনেট দুনিয়ায় মাঝেমধ্যেই ভাইরাল হয় তাঁর নানা মুহূর্ত।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বধূবেশে নিজের একটি ছবি শেয়ার করেন তিথি( Tithi Basu)। আর তা দেখেই শোরগোল পড়ে গিয়েছে ইন্টারনেট দুনিয়ায়।
আরও পড়ুন,
*Palmistry: ভবিষ্যৎ জানাবে কনিষ্ঠা, জানবেন কি ভাবে? রইলো উপায়
* হঠাৎ কোটিপতি! লটারি ভাগ্য হাতে আছে? না কি নেই
সামাজিক মাধ্যমে তিথির শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, তাঁর পরনে রয়েছে সবুজ রঙের শাড়ি। চুল খোঁপা করে বাঁধা, গা ভর্তি সোনার গয়নায় বেশ সুন্দরী দেখাচ্ছে অভিনেত্রীকে। তবে একাংশ নেটিজেনদের নজর কাড়ে তাঁর হাতের শাঁখা-পলা। তিথির সাজ দেখে অনেকেই অনুমান, তিথি বিয়ে করতে চলেছেন?
আসল ঘটনা হল বিয়ের জল্পনার মাঝেই সম্প্রতি একটি বিজ্ঞাপনের জন্যই বধূবেশে সেজে উঠেছিলেন তিথি( Tithi Basu)। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে কয়েকটি ছবি-ভিডিও শেয়ার করেন।
যার ক্যাপশনে লেখা তিনি লিখেছেন, ‘সব তৈরি আছে দেখতেই পাচ্ছো, আমি বিয়ের জন্য একেবারে রেডি। এবার ছেলেটা পেয়ে গেলেই হল’। এই ছবিগুলির সাথে ‘বাউন্ডুলে ঘুড়ি’ গানের দু’টি লাইনও জুড়ে দিয়েছেন তিথি।
আরও পড়ুন,
* Ultimate Nipple Bra: স্পষ্ট বোঝা যাবে স্তনবৃন্ত! সারা ফেলে দিলেন কার্দাশিয়ান