শুরু হয়ে গিয়েছে প্রেমের মাস ফেব্রুয়ারী। আর আগামী ১৪ই ফেব্রুয়ারী ‘ভ্যালেন্টাইন্স ডে’ অর্থাৎ প্রেমদিবস। ওই একই তারিখে আবার বাঙালীর ‘ভ্যালেন্টাইন্স ডে’ অর্থাৎ সরস্বতী পুজো। অনেকেরই জীবনে বিশেষ মানুষ রয়েছে। আবার এও দেখা যায় কারোর পছন্দের মানুষটি তাকে পছন্দ করেন কিনা সেই বিষয়ে নিশ্চিত হতে পারেন না তিনি। তবে আজ আপনাদের এমন কয়েকটি বিষয়ের কথা বলবো যেগুলি তার মধ্যে লক্ষ্য করলে বুঝবেন তিনিও আপনাকে পছন্দ করেন।
ভীড়ের মধ্যে তিনি আপনাকেই সবসময় লক্ষ্য করেন অথবা আড়াল থেকে আপনার দিকে তাকিয়ে থাকেন।
আরও পড়ুন,
*হাত-পা-মুখ বাঁধা কাপড়ে! ৫ দিন নিখোঁজ থাকার পর শিশুর দেহ মিলল পুকুরে
*Dev: রাজনীতিকে বিদায়? লোকসভা নির্বাচনের ঠিক আগেই তিনটি থেকে ইস্তফা দেবের
তার সাথে কথোপকথনের মাঝখানে মাঝেমধ্যেই সে আপনার প্রশংসা করেন।
সে আপনার পছন্দ-অপছন্দকে গুরুত্ব দেন। আপনি কী খেতে পছন্দ করেন, কোথায় যেতে পছন্দ করেন ইত্যাদি।
সে সবসময় আপনার কাছাকাছি থাকতে চায়। নিজে থেকেই কথা বলতে আসেন আপনার সাথে।
আপনি সমস্যায় পড়লে সবসময় সাহায্যের জন্য এগিয়ে আসেন।
অন্যদের সাথে তিনি যেভাবে কথা বলেন আপনার সাথে সেভাবে বলেন না বরং কথা বলার সময় কন্ঠস্বরের পরিবর্তন হয়।
আপনার সাথে কথা বলতে গেলে তার মধ্যে জড়তা আসে৷ সবকিছু গুলিয়ে ফেলেন।
আপনার সমস্ত ছোটোখাটো জিনিস তিনি খেয়াল রাখেন। যা প্রিয় বই হোক বা সিনেমা।
আরও পড়ুন,
*Irfan Pathan: ‘অবশেষে মুখ দেখা গেলো’, অষ্টম বিবাহবার্ষিকীতে স্ত্রীর মুখ দেখালেন ইরফান
*সমস্ত জল্পনার অবসান! ফের সন্তান আসছে ‘বিরুষ্কার’ সংসারে? সিলমোহর দিলেন এবি ডেভিলিয়ার্স