Guess The Actor: টলিউডের জনপ্রিয় স্টার’কে চিনতে পারলেন? নীল জামা পরে দাঁড়িয়ে আছে সাইফের পাশে

অনেক পুরনো একটি ছবি, যেখানে দাঁড়িয়ে রয়েছেন বলিউড অভিনেতা সঈফ আলী খান। হয়তো পুরনো কোনো সিনেমার শ্যুটিং সেটে সেটি তোলা হয়েছে। আর তার পাশেই দাঁড়িয়ে রয়েছেন নীল শার্ট পরা এক কিশোর। চিনতে পারছেন কী? তিনি বর্তমানে টলিউডের জনপ্রিয় অভিনেতা।

অনেকেই হয়তো প্রথম দেখাতেই চিনে ফেলেছেন। তিনি সকলের পরিচিত অরণ্য অর্থাৎ যশ দাশগুপ্ত। ছবিটি অনেক পুরনো হলেও তার চেহারার কিন্তু কোনোরকম পরিবর্তন আসেনি। তাইতো সেটা দেখার পর সকলের মুখে একটাই কথা মুখ একেবারে একই রয়েছে, এমনকি হাসিটাও পরিচিত।

কোনো একটি শ্যুটিং সেটে সঈফের সাথে ছবিটি তুলেছিলেন যশ। যেটি বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। টেলিভিশন ইন্ডাস্ট্রির মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করলেও বর্তমানে টলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন তিনি। প্রথমবার তাকে দেখা গিয়েছিল ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে।

এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। কাজ করেছেন টলিউডে, এমনকি বলিউডেও পা রেখেছেন। এর পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনার শেষ নেই। তিনি গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী নুসরত জাহানের সাথে। বর্তমানে এক সন্তানের বাবা-মা এই দু’জন।

অন্যদিকে কিছুদিন আগে মুক্তি পেয়েছে যশের প্রযোজনা সংস্থার প্রথম সিনেমা ‘সেন্টিমেন্টাল’। যেখানে তার বিপরীতে রয়েছেন তার স্ত্রী নুসরত। কাজের পাশাপাশি নিজস্ব সময় কাটাতেও ভোলেন না তারা। তাইতো সম্প্রতি তারা বেড়াতে গিয়েছিলেন থাইল্যান্ডে। যেখানকার একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন,
*প্রচন্ড গরমে ভিজে কাপড় ঘর কুল রাখবে

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক